১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি : শান্ত

-

বিভিন্ন নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ রানে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার মোকাবেলা করবে রশিদ খানের দল। আফগানিস্তানের ক্রিকেটের জন্যই এটি অনেক গর্বের মুহূর্ত। এমন ম্যাচে বাংলাদেশের নাগালে থাকা সমীকরণ মেলাতে পারেনি। উল্টো ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানিয়েছেন তাদের পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভার মেরে খেলা। তবে বৃষ্টির হওয়ায় আউট ফিল্ড কিছুটা স্লো ছিল। সেই সাথে বাংলাদেশের ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি বলে দায় নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ‘আমার মনে হয় আমরা ভালো বল করেছি। বেশ কিছু জায়গায় ভালো করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি বিশেষ করে মিডল ওভারে এবং এটাই আমাদের ম্যাচ হারের কারণ। পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভারে ঝড়ো খেলা। সেটা করতে পারিনি। মিডল অর্ডারও নিজের দায়িত্ব পালন করতে পারেনি।’
প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলতে এসেই ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ম্যাচ শেষে শান্তর প্রশংসা পেয়েছেন এই লেগ স্পিনার। বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতেও ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। সেই সাথে মেনে নিয়েছেন বেশ কিছু ভুল সিদ্ধান্তের কথাও। ‘পুরো টুর্নামেন্টেই আমরা ভালো করেছি। বিশেষ করে রিশাদ দারুণ করেছে, পেস বোলাররাও ভালো করেছে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। টপ অর্ডার ভালো করেনি। এটি হতেই পারে। বল কিছুটা ভিজে গিয়েছিল। আমরা ব্যাট হাতে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’
হতাশ করেছি
জয়-পরাজয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। কোনো আসরে এবারই প্রথম তিনটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। সুপার এইটে ওঠার পর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, সেরা আটে বাংলাদেশ যা পাবে তার সবটাই বোনাস। সেই বোনাস পাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশের। হাতের মুঠোয় পেয়েও সেটা লুফে নিতে পারেননি। এমন হারের পুরো দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তারা সমর্থকদের হতাশ করেছেন।
শান্তর কথায়, ‘বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
এগিয়ে যাওয়ার আশ্বাস
সামনে এগিয়ে যাওয়ার আশ্বাস দেখিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটির জন্য আমরা সরি (উই ফিল সরি)। সামনের দিকে আমাদের এটিই চেষ্টা থাকবে, কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।’
বিশ্বকাপের ইতিবাচক দিক নিয়ে শান্ত বলেন, ‘ইতিবাচক দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা টুর্নামেন্টে এসে সব ম্যাচে ভালো বোলিং করেছে। তো বেশ কিছু ইতিবাচক দিকও ছিল। তবে ব্যাটিং দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। দিন শেষে আমরা পারিনি। তাই এটির জন্য দলের পক্ষ থেকে সরি।’
হৃদয়কে ৬ এ খেলানোর ব্যাখ্যা
শান্ত জানিয়েছেন, ডান হাতি ও বাঁ হাতি ব্যাটিংয়ের সমন্বয় রাখতেই নাকি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘ব্যাটিং অর্ডার নিয়ে আজকে (গতকাল) মিক্স আপ করা হয়েছে। এটির কারণ হলো আমরা রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম। লিটন এক পাশে ব্যাট করছিল, ওদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য ছিল। সে জন্য রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড কম্বিনেশন করা হচ্ছিল।’


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল