১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছেলেরা চ্যাম্পিয়ন মেয়েরা রানার্সআপ

দ্বিতীয়বারের মতো এএইচএফ জুনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি দল : বাহফে -

জুনিয়র এশিয়া কাপে আগেই কোয়ালিফাই করেছে বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই দল। এবার দুই বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দু’টি ট্রফি নিয়ে ফিরছে লাল-সবুজের দল। এএইচএফ কাপ জুনিয়র হকিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল সিঙ্গাপুরে ফাইনালে ৪-২ গোল চীনকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লাল-সবুজের যুবারা।
শক্তিশালী চীনের বিপক্ষে ২২ ও ২৮ মিনিটে রাকিবুল হাসানের দু’টি ও ২৫ মিনিটে আমিরুল ইসলামের এক গোলে শুরুতেই পিছিয়ে পড়ে প্রতিপক্ষ। তবে ৩৩ মিনিটে সিয়ানঝেন চ্যান ও ৪১ মিনিটে জিয়ালন লু টানা দুই গোল করে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দেন। যদিও তাদের সেই প্রতিরোধ ধোপে টেকেনি। ৫৩ মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মো: জয়।
এ দিকে দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্সআপ হয়েছে লাল-সবুজের মেয়েরা। লিগ পদ্ধতির শেষ খেলায় সিঙ্গাপুরকে ৭-১ গোলে হারিয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের দ্বিতীয় হয় বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরের সাথে ড্র করলেই দ্বিতীয় স্থান নিশ্চিত হতো বাংলাদেশের। তবে ড্র নয়, সরাসরি জিতেই দ্বিতীয় হয়েছে লাল-সবুজের মেয়েরা। সানজিদা, কণা আক্তার, রিয়া আইরিন, সোনিয়া এবং অর্পিতা পাল একটি করে গোল করেন। নাদিরা দু’টি গোল করেন।


আরো সংবাদ



premium cement