শাকিরির রেকর্ড ও জার্মানির জয়
- ক্রীড়া ডেস্ক
- ২১ জুন ২০২৪, ০১:৩০
ইউরো চ্যাম্পিয়ন শিপে গত পরশু রাতে জিততে পারেনি সুইজারল্যান্ড। ‘এ’ গ্রুপের এই ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে স্কটল্যান্ডের সাথে। সুইসদের এই ড্র এর ম্যাচে সমতা সূচক গোল করেন জেরদান শাকিরি। এই গোলের ফলে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন তিনি। স্কটিশদের বিপক্ষে এটি ছিল জাতীয় দলের হয়ে শাকিরির ৩২তম গোল। প্রথম এমএলএস ফুটবলার হিসেবে ইউরোতে গোল করার অনন্য নজির স্থাপন করেন তিনি। ১৩ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে স্কটল্যান্ড এগিয়ে গেলেও ২৬ মিনিটে শাকিরি গোলে স্কোর ১-১। কাল ১-১ এ ড্র করেছে স্লোভেনিয়া ও সার্বিয়া।
এর থেকেও বড় কীর্তি গড়েছেন শাকিরি। যুক্তরাষ্ট্র্র মেজর লিগে শিকাগো ফায়ারের হয়ে খেলা এই ফুটবলার তিনটি ইউরোতে এবং তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান।
কসোভোতে জন্ম নেয়া এই স্ট্রাইকার ২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে গোল করেন। তার গোল আছে ২০১৪, ২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপেও। সুইজারল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয় জেরদান শাকিরিকে। এক সময় জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মতো ক্লাবে খেলতেন তিনি। জয়ের ফলে গ্রুপের দ্বিতীয় স্থানে চলে এসেছে সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে তাদের ৩-১ গোলে জয় ছিল হাঙ্গেরির বিপক্ষে।
পরশু অপর ম্যাচে দুই মুসলিম ফুটবলার জামাল মুসিয়ালা ও ইকে গুনদোগানের গোলে জার্মানি ২-০তে জয় পেয়েছে হাঙ্গেরির বিপক্ষে। টানা হারে হাঙ্গেরিয়ানদের বিদায়। ২২ মিনিটে জামাল মুসিয়ালা গোল করার পর ৬৭ মিনিটে গুনদোগান বল জালে পাঠান। দুই জয়ে গ্রুপের শীর্ষে জার্মানি।
আজ রাত ১টায় ফ্রান্সের সামনে নেদারল্যান্ডস। ‘ডি’ গ্রুপে এই দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে আজ তাদের নক আউট নিশ্চিতের ম্যাচ। এছাড়া সন্ধ্যা ৭টায় ইউক্রেন ও স্লোভাকিয়া এবং রাত ১০টায় পোল্যান্ড ও অস্ট্রিয়ার ম্যাচ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা