১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেরুর প্রতিপক্ষ চিলি

-

কোপা আমেরিকার দ্বিতীয় দিন আগামীকাল মাঠে নামবে পেরু ও চিলি। টেক্সাসের আলিংটনে এট অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’-এর ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল ৬টায়।
কোপা আমেরিকা অভিযান ভালো ফর্মে থেকে শুরু করবে পেরু। সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। সবশেষ এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল পেরু। ২০২৩ সালের শেষের দিকে পেরুভিয়ান ফুটবল ফেডারেশন কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন জর্জ ফোসাতিকে। ৭১ বছর বয়সী এই কোচ দায়িত্ব নেয়ার আগে, পেরুভিয়ানরা সব প্রতিযোগিতায় সাতটি ম্যাচ জয়হীন ছিল, যার মধ্যে ছয়টি ম্যাচেই ছিল পরাজয়। যা কিনা ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনাকে পিছু ঠেলে দিয়েছিল। কারণ বর্তমানে ছয় ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কনমেবল টেবিলের সবার নিচে পেরু। ফোসাটি দায়িত্ব নেয়ার পর চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে।
এই বছরের জানুয়ারিতে চিলির দায়িত্ব নেন পেরুভিয়ান কোচ রিকার্ডের গ্যারেকা। লা রোজার কোচ হিসেবে তিনি তিনটি ম্যাচের মধ্যে দু’টি জিতেছেন। এর মধ্যে একমাত্র পরাজয় হলো প্রীতি ম্যাচে ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে। যদিও দলটি ২০১৪ সাল থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আগের কোপা আমেরিকার স্মৃতি তাদের মূল প্রেরণা। কারণ তারা সেই আসরে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করেছিল। গত অক্টোবরে পেরুর সাথে তাদের শেষ মোকাবেলায় ২-০তে জয় লা রোজাদের। যদিও শেষবার কোপা আমেরিকার সেমিফাইনালে পেরু ৩-০ গোলে হারিয়ে চিলির টানা তৃতীয় শিরোপা জয়ের আশা শেষ করেছিল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে চিলি। এ পর্যন্ত ৮৫ বার একে অপরের মুখোমুখিতে চিলির ৪৭ জয়ের বিপরীতে ২৪ ম্যাচ জিতেছে পেরু। আর বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকায়ও জয়ের পাল্লা ভারী চিলির। ২১ বারের লড়াইয়ে পেরুর সাতটি জয়, চিলি আটটি ও ছয়টি ড্র করেছে। ৮৬তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে চিলি ও পেরু।


আরো সংবাদ



premium cement
কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

সকল