১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তুর্কি মেসির রেকর্ডে তুরস্কের জয়

-

আফসোসে পুড়ছে জর্জিয়া। তাদের পরপর দু’টি প্রচেষ্টা প্রতিহত হয় ক্রসবার ও সাইড পোস্টে। তবে ম্যাচে তুরস্কের দর্শনীয় দুই গোল সবকিছুকেই হার মানিয়ে দেয়। সাথে বোনাস হিসেবে পাওয়া ইনজুরি টাইমে তৃতীয় গোল। ফলে ‘এফ’ গ্রুপে জর্জিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে এবারের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে তুরস্ক। পরশু রাতে হওয়া অন্য দুই ম্যাচে ‘ডি’ গ্রুপের খেলায় আত্মঘাতী গোলে ফ্রান্স ১-০তে অস্ট্রিয়াকে এবং ‘এফ’ গ্রুপে পর্তুগাল ২-১ গোলে চেক রিপাবলিককে পরাজিত করে। কাল অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-২ এ রুখে দিয়েছে আলবেনিয়া।
ডর্টমুন্ডের ইদুনা পার্কে ম্যাচে দাপট ছিল তুরস্কেরই। ২৫ মিনিটে এগিয়েও যায় সর্বশেষ ২০০২ বিশ্বকাপে খেলা দরটি। মার্ত মিলদুরের বক্সের বাইরে থেকে নেয়া চলন্ত বলে দুর্দান্ত ভলি ব্যর্থ করে দেয় জর্জিয়ার গোলরক্ষকের সব চেষ্টা। পরক্ষণেই ব্যবধান দ্বিগুণ। দারুণ বিল্ডআপ অ্যাটাক থেকে তুরস্ক গোল করলেও তা বাতিল ভারের সাহায্যে অফসাইডে। তুর্কিদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২ মিনিট জর্জিয়াস মিকাউটাডজে খুব কাছ থেকে ডান পায়ের আলতো শটে বোকা বানান তুরস্কের শেষ প্রহরীকে।

ম্যাচে সমতা এনে সমান তালেই লড়তে থাকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য দেশটি। বিভিন্ন দেশের মতো তুরস্কেও আছেন একজন মেসি। রিয়াল মাদ্রিদে খেলা আরদা গুলেরকে বলা হয় তুর্কি মেসি। সাবেক ফেনেরবাচে ক্লাবের এই মিডফিল্ডার জানিয়ে দিলেন কেন তাকে আর্জেন্টিনার কিংবদন্তি তারকার সাথে তুলনা করা হয়। ৬৫ মিনিটে বক্সের বাইরের কোনা থেকে বাম পায়ের যে বাঁকানো শটে বল জালে পাঠান তাতেই প্রমাণিত কেন তিনি তুর্কি মেসি। আর এই গোলের মাধ্যমে রেকর্ড বুকে ঠাঁই করে নিয়েছেন তিনি। অভিষেকেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোতে গোল করলেন তিনি। ১৯ বছর ১১৪ দিনে তার এই গোল। এর আগে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ১৯ বছর ১২৮ দিনে গোল করে এত দিন রেকর্ডটা নিজের করে রেখেছিলেন। ম্যাচ শেষে গুলের জানান, ‘আমি এমন গোলের অনুশীলন করতাম। সত্যিই খুব ভালো লাগছে। এমন গোলের স্বপ্নই ছিল।’

দ্বিতীয় দফা পিছিয়ে পড়ার পরও জর্জিয়া লড়ে যাচ্ছিল; কিন্তু গোল পাচ্ছিল না। এর মধ্যে তুরস্কের কোচ দুই গোলদাতাকে তুলে নেন। খেলা ৯০ মিনিট গড়িয়ে ৬ মিনিটের অতিরিক্ত সময়ে। এর ৫ম মিনিটে জর্জিয়া কর্নার পায়। সেই স্পট কিক থেকে গোল করতে পোস্ট ছেড়ে উঠে আসেন জর্জিয়ার গোলরক্ষক মামারদাশভিলি। তবে সেই কর্নার তুর্কি ডিফেন্স লাইনে ক্লিয়ার হওয়ার পর পাল্টা আক্রমণ থেকে ফাঁকায় বল পেয়ে দলের ৩-১ জয় নিশ্চিত করেন মোহাম্মদ কেরেম আকতুরকোগলু।
অন্য ম্যাচে ৩৮ মিনিটে ম্যাক্সিমিলিয়ান ওভেরের আত্মঘাতী গোলে ফ্রান্স ১-০তে হারায় অস্ট্রিয়াকে। চেক রিপাবলিকের বিপক্ষে রোনালদো গোল না পেলেও ইনজুরি টাইমে ফ্রান্সিসকো কনসিসাওয়ের গোলে ২-১ জয় পর্তুগালের। ৬২ মিনিটে লুকাস প্রভদের গোলে চেক দল লিড নিলেও ৬৯ মিনিটে রোবেন হারনাকের গোলে সমতা আনে পর্তুগিজরা।
আজ রাত একটায় স্পেনের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ইতালি প্রথম ম্যাচে ২-১ আলবেনিয়াকে এবং স্পেন ৩-০তে ক্রোয়েশিয়াকে হারায়। অন্য ম্যাচে রাত দশটায় ডেনমার্কের প্রতিপক্ষ ইংল্যান্ড। সন্ধ্যা সাতটায় মুখোমুখি দুই বলকান অঞ্চলের দল সার্বিয়া ও স্লোভেনিয়ার।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি

সকল