ভারতের সামনে আজ আফগানিস্তান
- ক্রীড়া ডেস্ক
- ২০ জুন ২০২৪, ০০:০৫
টি-২০ বিশ^কাপের গ্রুপ-২-এ সুপার এইট পর্ব সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে আজ রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্স সুপার এইটেও অব্যাহত রাখতে মরিয়া দুই দলই। সুপার এইটে গ্রুপ-১-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বের চতুর্থ দল হিসেবে ২০০তম টি-২০ ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ পর্বের ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই ভালো পারফরম্যান্স ছিল ভারত। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাটিংয়ে চিন্তার কারণ বিরাট কোহলির ফর্ম। তিন ইনিংসে এই টপঅর্ডার ব্যাটারের রান ১, ৪ ও ০। তবে দলের সেরা ব্যাটারের এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ‘কোহলির ফর্ম নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সে দলের সেরা ব্যাটার। দ্রুতই রানে ফিরবে সে।’
অন্য দিকে গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল আফগানিস্তানও। অধিনায়ক রশিদ খান বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সুপার এইটে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা