১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রুপ পর্বে খেলবে বসুন্ধরা কিংস

-

প্রথমে বলা হয়েছিল নতুন প্রবর্তিত এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে খেলতে হবে। এ ঘোষণা কিছুটা হলেও হতাশার ছিল বসুন্ধরা কিংসের জন্য। কারণ এক ম্যাচের প্লে-অফে যেকোনো ধরনের রেজাল্টই হতে পারে। তবে বাংলাদেশী ক্লাবটির মতো এ আসরে খেলতে যাওয়া অন্য দেশের ক্লাবদের জন্যও সুখবর। প্রত্যাশামতো এ আসরে খেলার জন্য লাইসেন্স পায়নি ক্লাবগুলো। ফলে প্লে-অফে খেলতে হচ্ছে না বসুন্ধরা কিংস ও অন্য ক্লাবদের। তারা সরাসরি গ্রুপ পর্বেই খেলবে। জানান বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজরা আহমেদ শায়েক। আর এই গ্রুপ পর্ব আগস্টে শুরু হবে। এর ড্রয়ের তারিখও পরে জানাবে এএফসি। গতকাল এএফসি শুধু জানিয়েছে বাংলাদেশের দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে শুধু বসুন্ধরা কিংসই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে সম্ভবত নেপাল, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, ফিলিস্তিন, কিরগিজস্তান, ওমান বা সিরিয়ার ক্লাবকে পাবে।

 


আরো সংবাদ



premium cement