১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা লাল-সবুজদের

বাংলাদেশ ৫-৪ থাইল্যান্ড
বাংলাদেশ মহিলা হকি দলের জয়োৎসব : হকি ফেডারেশন -

সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়ে দল। গতকাল অর্পিতা পালের জোড়া গোলে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। আজ দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। সাত দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিন মাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারবে বাংলাদেশ।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তিন মিনিটের মধ্যেই নাদিরার গোলে সমতা আনে তারিকুজ্জামান নান্নুর শিষ্যরা। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল গোল করলে বাংলাদেশ এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে ফাতেমাতুজ্জোহরার গোলে ৩-১ স্কোরলাইনে এগিয়ে থাকে।
দ্বিতীয় কোয়ার্টারে থাইল্যান্ড দুই গোল শোধ করে ম্যাচে ৩-৩ সমতা আনে। বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও দুই দল একটি করে গোল করে। থাইল্যান্ড ৪২ মিনিটে এগিয়ে গেলে পরের মিনিটেই অপির্তার গোলে সমতা আনে বাংলাদশ (৪-৪)। থাইল্যান্ডের মতো বাংলাদেশের চতুর্থ গোলও পায় পেনাল্টি স্ট্রোক থেকে। ম্যাচের শেষ কোয়ার্টারে জয়সূচক গোলটি করেন কনা আক্তার (৫-৪)। জোড়া গোলদাতা অর্পিতা পাল হন ম্যাচ সেরা।
এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দলও অংশ নিচ্ছে। আগের ফিকশ্চারে গতকাল বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যকার ম্যাচ ছিল। কিন্তু পুরুষ বিভাগে কম্বোডিয়া নাম প্রত্যাহার করায় সূচির পরিবর্তন হয়েছে। আজ পুরুষ দলের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুরের।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল