মালয়েশিয়ায় স্বর্ণ জিতলেন আল আমিন
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
দেশে মাঝারিপাল্লার ও দূরপাল্লার দৌড়ে সাফল্যের খবর কম লোকেই রাখেন। আন্তর্জাতিক মিটে তাদের পদক জেতাতো দূরের কথা খেলারই সুযোগ হয় না। শুধু মাঝে কয়েকবার কেনিয়ায় অনুষ্ঠিত মারাথনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ম্যারাথনবিদরা। তবে সুযোগ পেলে বাংলাদেশের মাঝারিপাল্লার দৌড়বিদরাও যে ভালো করতে পারেন, পদক আনতে পারেন তাদের দুই পায়ে ভর করে সেই প্রমাণ দিলেন আল আমিন। গতকাল মালয়েশিয়ার আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার স্টিপলচেজে স্বর্ণ জয় করেন তিনি। সিলেটের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট স্বর্ণ জিতে স্রেফই নিজেকে তুলে ধরলেন দেশবাসীর কাছে। এত দিন এই দৌড়বিদরা শুধু ঘরোয়া মিটে অংশ নিয়ে পদক জিতে বাহিনীতে ফিরে যেতেন। কোনো মিডিয়া কভারেজ জুটতো না। কাল পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন ৯ মিনিট ৩২.৩৯ সেকেন্ডে স্বর্ণ জয় করেন।
পরশু হাই জাম্পে রিতু আক্তারের রৌপ্য জয়ের পর কাল বাংলাদেশ আরো তিনটি পদক জয় করে। আল আমিনের পর হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায় এবং পোলভোল্টে সৌরভ মিয়া রৌপ্য পদক গলায় তোলেন।
দেশের বাইরে হ্যামার থ্রোতে বাংলাদেশের এটি প্রথম অর্জন। সৌরভ মিয়া পোলভল্টে ৪.৪০ মিটার লাফিয়েছেন। তারাও সেনাবাহিনীর সদস্য। পরশু ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। তবে ফাইনালে উঠতে পারেননি তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা