১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাওয়ার প্লের ভয়ঙ্কর বোলার

উইকেট নেয়ার পর ফজল হক ফারুকি : ক্রিকইনফো -

টি-২০ বা ওয়ানডে ক্রিকেট। দুই ফরমেটেই পাওয়ার প্লে মানে হিসাব কষা হয় এই ফিল্ডিং বাধ্যবাদকতার সময়ে ব্যাটসম্যানরা কত রান করবেন। এই সময় বোলারদের উপর ঝড় বইয়ের রান তোলেন উইলোধারীরা। বোলাররা সেখানে ব্যাটারদের উল্লাসের উপলক্ষ মাত্র। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ফজল হক ফারুকি। এবারের টি-২০ বিশ্বকাপে এই আফগান বোলারই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। ১২ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে তার সাত উইকেটই পাওয়ার প্লেতে। ১২ উইকেটের জন্য তাকে ছুড়তে হয়েছে ১১.২ বল। উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেট নেয়ার পর দ্বিতীয় খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট বা ফাইফার। তৃতীয় খেলায় গতকাল পাপুয়া নিউগিনির বিপক্ষে নিলেন তিন উইকেট। ফলে ম্যাচ সেরা এই বোলার। এবারের যুক্তরাষ্ট্র্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে এখন পর্যন্ত অপর কোনো বোলার নিতে পারেননি ১০ উইকেট। সেখানে ফারুকির শিকার ১২। ৯ উইকেট নিয়ে এরপরেই অবস্থান দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে।
পাওয়ারপ্লেতে যেখানে বোলারদের তুলো ধুনো করা হয় সেখানে বেশি বিধ্বংসী ফারুকি। সাতটি উইকেটই পেয়েছেন এই পাওয়ার প্লেতে। পাওয়ারপ্লেতে তার বেশি উইকেট আর কেউ নিতে পারেননি। নতুন বলে ফারুকির বিশেষত্ব হচ্ছে তিনি দুই দিকেই সুইং করাতে পারেন।
গতকাল ম্যাচ শেষে এই সুইং শেখার প্রক্রিয়া সম্পর্কে বলেছেন ফারুকি, ‘আমার ভাবনা সরল। যখন অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-১৬ দলে খেলতাম, ভাবতাম, আমি তো বিশালদেহী মানুষ নই। আমি এমন কেউও নই যে অনেক লম্বা ও দ্রুতগতিতে বোলিং করতে পারি। তখন অন্যদের থেকে আলাদা কিছু করা এবং নিজের দক্ষতা বাড়ানোর জন্য সুইং বোলিং শেখা শুরু করে দিই। আর এখন এটা আমার কাছে সহজ ব্যাপার।’
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। দু’টি বিশ্বকাপজয়ী ব্রাভোর কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়ে আসছেন ফারুকি। তার ভাষায়, ‘ডিজে ব্রাভো, তার সাথে চার বছর ধরে আছি। প্রতিবারই একই দলে তার সাথে খেলেছি। ডেথ ওভারে আমরা কিভাবে বোলিং করব, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কিভাবে বোলিং করব, সে বিষয়ে তিনি আমাদের কিছু পরামর্শ দেন। তিনি সবার পরামর্শক।’
ফারুকি আরো বলছেন, ‘ব্রাভো পুরনো বলের বোলার, ডেথ ওভারের। তবে নতুন বলে আমি যা করছি তা আমার দক্ষতা ফসল। তিনি শুধু আমার পাশে থাকেন এবং বলেন, ‘তুমি ভালো করছ’ এবং এটাই মূল বিষয়, যদি আপনি সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে কিছু সমর্থন পান সেটা বিশাল ইতিবাচক। ব্রাভো সেই পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে ডেথ ওভারে, চাপের পরিস্থিতিতে কীভাবে বোলিং করব, সেøায়ার বল কিভাবে ব্যবহার করব, লেংথ বলটা কিভাবে ব্যবহার করব ইত্যাদি।’


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল