১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন ইতালি

-

ইউরো ২০২৪ দ্বিতীয় দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বাংলাদেশ সময় আজ রাত ১টায় গ্রুপ ‘বি’তে তাদের প্রতিদ্বন্দ্বী আলবেনিয়া। আজজুরি সামনে ব্যাক-টু-ব্যাক ইউরো জয়ের লক্ষ্য। অপর দিকে কেবলমাত্র দ্বিতীয় বড় টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে এগিয়ে যাওয়ার আশা করছে ইতালির প্রতিবেশীরা। দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পোল্যান্ড। আর শেষ ম্যাচে রাত ১০টায় সেøাভেনিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে শিরোপা জয়ে জার্মানি ও স্পেনের সাথে যোগ দিতে চায় ইতালি। আর টানা দুইবার চ্যাম্পিয়ন হলে ২০০৮ ও ২০১২ সালের মতো স্প্যানিশদের সমকক্ষ হবে আজ্জুরিরা। বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচে ফেবারিট লুসিয়ানো স্পালেত্তির দল।
গ্রুপ সি-তে পোল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে প্রথম ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ একেবারে ভিন্ন কারণে। জয়ে শুরু করলে নকআউট পর্বের দিকে নেদারল্যান্ডসের উত্তরণ সহজ হবে। পরের ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের। পরের রাউন্ডে যেতে হলে তিনটি পয়েন্ট অপরিহার্য। অপর দিকে শক্তির দিক থেকে কিছুটা দুর্বল হলেও এই ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট চায় পোলিশরা। কারণ পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে একটি জয় পরের রাউন্ডে যেতে সহায়তা করবে পোল্যান্ডকে। কিন্তু ডাচদের কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নিলে তা হবে অনেকটা অবাক হওয়ার মতোই। কারণ ৪৫ বছর অবশ্যই ফুটবলে দীর্ঘ সময়। ১৯৭৯ সালের মে মাসে শেষবার পোল্যান্ড পরাজিত করেছিল নেদারল্যান্ডসকে। পোলিশরা এ পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে ডাচদের। এর মধ্যে ছয়বার জয়ে পাল্লা ভারী নেদারল্যান্ডসের। দু’বার জয় পোল্যান্ড। আর তিনটি ম্যাচ ড্র হয়। সর্বশেষ দুই দলের দেখায় ২০২২ সালের সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস।


আরো সংবাদ



premium cement

সকল