বিপাকে কিউইরা সুপার এইটে উইন্ডিজ
- ক্রীড়া ডেস্ক
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
নিউজিল্যান্ডে বিপক্ষে টি-২০ বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ৩০ রানে ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন শেরফেন রাদারফোর্ড। তার করা ফিফটিতে ১৪৯ রানে গিয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আলজারি জোসেফ ও গোদাকেশ মতির বোলিংতোপে পড়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ১৩ রানের জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা। অপর দিকে ‘সি’ গ্রুপে পরপর দুই ম্যাচে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ার শঙ্কায় নিউজিল্যান্ড। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে উগান্ডার মুখোমুখি হবে কিউইরা। তার আগে পাপুয়া নিউগিনির বিপক্ষে আজ সকালে ম্যাচ আফগানিস্তানের। সেই ম্যাচ আফগানরা জয়ী হলে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপসদের।
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে বিদায় নেন ডেভন কনওয়ে। ভালো শুরু পাওয়া ফিন অ্যালেনকে ইনিংস বড় করতে দেননি জোসেফ। নিজের পরপর তিন ওভারে কেন উইলিয়ামসন, রাচিন রবিন্দ্র ও মিচেলকে ফিরিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন মতি। এরপর কিছুক্ষণ লড়াই করে ৪০ রানে থামেন গ্লেন ফিলিপস। শেষ ওভারে ছিল ৩৩ রানের। শেফার্ডকে তিন ছক্কা হাঁকালেও পরাজয় এড়াতে পারেননি স্যান্টনার। ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি। জোসেফ চারটি ও মতি নেন তিনটি উইকেট।
ত্রিনিদাদে এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় এক রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লকে সরাসরি বোল্ড করে শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। এরপর আরেক পেসার টিম সাউদির শিকার নিকোলাস পুরান। সাউদির পর লুকি ফার্গুসন ও জ্যামস নিশাম। এদের তাণ্ডবে ৩০ রানেই পাঁচ উইকেট হারায় উইন্ডিজ। এরপর আকিল হোসাইনকে সাথে নিয়ে কিছুটা হাল ধরেন রাদারফোর্ড। ১৫ রান করার পর স্যান্টনারের বলে নিশামের তালুবন্দি হন আকিল। এরপর আন্দ্রে রাসেল ১৪, রোমারিও শেফার্ড ১৩ ও আলজারি জোসেফ ৬ রানে বিদায় নিলেও এক প্রান্ত আগলি ছিলেন রাদারফোর্ড। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। কিউই বোলারদের মধ্যে বোল্ট তিনটি, দু’টি করে উইকেট নেন বোল্ট ও সাউদি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা