আমরা সেমিতে খেলার মতো দল : হৃদয়
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ জুন ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না খুব একটা আশার আলো। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ে স্বপ্নের ধরনও পাল্টে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ লড়াই করে হেরেছে ৪ রানে। এখন গ্রুপের শেষ দুই ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে হবে বাংলাদেশের। এর পরই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ। তবে আরো বড় স্বপ্নের কথা শুনিয়েছেন তৌহিদ হৃদয়। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটি আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা আছে।’
তিনি যোগ করেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রতিটি ম্যাচেই সব দলের সবাই রান করে না, এক-দুইজন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে দু-তিনজন খেলবে, সে দিন যেন খেলাটা শেষ করতে পারে। ইনশা আল্লাহ সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াব।’ হৃদয় যোগ করেন, ‘আপনি যদি এই উইকেটের দিকে দেখেন, অনেক বড় ব্যাটাররাও রান করতে পারেনি অথবা কারো স্ট্রাইক রেটই খুব বেশি ছিল না। এই উইকেটটা একদমই আলাদা।
যেভাবে ব্যাট করেছি, শুরু ও মাঝে ভালো ছিল, শুধু শেষটা করতে পারিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা