১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আম্পায়ারের ভুলেই বাংলাদেশের হার

আউট হওয়ার পর হতাশ মাহমুদুল্লাহ। তার বিদায়েই হার ত্বরান্বিত হয় বাংলাদেশের : ক্রিকইনফো -

সব কিছু ছাপিয়ে বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর ম্যাচেই সব সমালোচনার জবাব দিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বৈশ্বিক এ আসরে শুভসূচনা করেছে তারা। কিন্তু আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে যেন ভাগ্য সাথে ছিল না টাইগারদের।
১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের প্রায় শেষের দিকে একপ্রকার চাপে ছিল টাইগাররা। তবুও মাহমুদুল্লাহর দায়িত্বশীলতা ও হৃদয়ের ভরসাবান ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাঁধ সাধে বিতর্কিত আম্পায়ারিং। যদিও আইসিসির আইন অনুযায়ী সেটিকে ভুল বলা যায় না। তবুও সেটির কারণেই হয়তো ম্যাচটিতে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। আর এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানেই, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হারার দোষ মূলত কার?
এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ চাইলে যেমন নিজেদের দোষ ধরতে পারে, ঠিক তেমনি একই সাথে দোষ ধরা যেতে পারে আম্পায়ারিংয়েরও। সাথে ভাগ্যেরও। এ নিয়ে মন্তব্য করেছেন ক্রিকেট বোদ্ধারা।
আম্পায়ারের ভুলে বাংলাদেশের হার : ওয়াসিম জাফর
ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে খানিকটা আড়াআড়িভাবে গিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রোটিয়াদের আবেদনে অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোস্কি সাড়া দিয়ে আঙুল তুলেন। রিভিউ নিয়েছিলেন মাহমুদুল্লাহ। বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টাতে হয় আম্পায়ারকে। মাহমুদুল্লাহও বেঁচে যান রিভিউ নিয়ে। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট আউট দেয়া হয়েছে। সেই বলে লেগ বাই হয়ে চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত বদলে গেেেলও বাংলাদেশ চার রান পায়নি। সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ওই ৪ রানেই জিতেছে।’
ওই ৪ রানই ভাগ্য বদলে দিতে পারত : তামিম
ক্রিকেটীয় নিয়মের মারপ্যাঁচে পড়েছে বাংলাদেশ। ফলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জেতা হলো না টাইগারদের। হারের পর হতাশ তামিম ইকবাল। আইসিসির কাছে একটি নিয়মের পরিবর্তন চেয়েছেন তামিম। তার কথায়, ‘আম্পায়ার কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারতেন, বল কোথায় গেল। সেটি কি বাউন্ডারি হলো, নাকি হলো না! এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। ব্যাটার আউট না হলে তবে সে ক্ষেত্রে রান দেয়া উচিত।’
তামিম আরো বলেন, ‘এই ৪ রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। ধারাভাষ্যকক্ষেও সবাই এটি নিয়ে কথা বলেছেন। এটি এমন কিছু, যেখানে আইসিসি গুরুত্বের সাথে মনোযোগ দিতে পারে। কারণ এটি এমন কিছু নয় যে তাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে।’
তামিমের সাথে সঞ্জয় মাঞ্জরেকারও একমত পোষণ করেন। এ ছাড়া সাউথ আফ্রিকার সাবেক পেসার মরকেলও আইসিসির কাছে এ নিয়মের পরিবর্তন চেয়েছেন।
আমরা দুর্ভাগা তাই জিততে পারিনি : তানজিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নেয়া তানজিম হাসান সাকিব জানিয়েছেন, ‘সর্বোচ্চ চেষ্টাটা করেও এভাবে হেরে যাওয়াটা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। এই উইকেটে রান করা সহজ নয়। ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছেন। আমরা দুর্ভাগা ছিলাম, তাই ম্যাচটা জিততে পারিনি। আশা করি পরের দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাবো।’
হৃদয়ের আউটটা না দিলেই পারত : রমিজ রাজা
বোলারদের নৈপুণ্য হোক কিংবা উইকেটের দোষ, এত কম রান তাড়া করে জিততে না পারাকে ‘ব্যর্থতা’ হিসেবেই বলেছেন বেশির ভাগ ক্রিকেট বিশ্লেষক। বাংলাদেশের জয়ের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল তৌহিদ হৃদয়ের আউট হওয়াটাই। সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার এবং বিশ্লেষক রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। কিন্তু রাবাদার বলে তাকে এমনভাবে তাকে আউট দিয়েছেন আম্পায়ার, সেটি আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। বাংলাদেশের একটি স্মরণীয় জয়ের জন্য একটি ছক্কা হলেই হতো। কিন্তু দুই ফুট দূরত্বে থেকে রিয়াদ আউট হয়ে গেল।’
সাকিবের অবসরে যাওয়া উচিত : শেবাগ
সাউথ আফ্রিকার বিপক্ষে একরকম কাণ্ডজ্ঞানহীন শট খেলেই আউট হয়েছেন সাকিব আল হাসান। টানা কয়েকটি বিশ্বকাপে অফ-ফর্মে থাকা সাকিবকে অবসর নিতে বলছেন ভারতীয় ব্যাটার বীরেন্দ্র শেবাগ।
‘কিছু সময় তো অন্তত উইকেটে কাটাও। তুমি নিজের সীমাবদ্ধতা বোঝো। যেগুলো তোমার শট সেগুলোই খেলো। ১৭ বছরের বেশি সময় ধরে যে খেলছে তার খেলাটার বেসিক জ্ঞান থাকা উচিত।’
শেবাগ আরো বলেন, ‘গত বিশ্বকাপেই আমার মনে হয়েছিল সাকিবকে আর টি-২০ খেলানো উচিত নয়। মাঝখানে ও নিষিদ্ধও হয়েছিল। আপনি এত সিনিয়র খেলোয়াড়, এত বছর অধিনায়কও ছিলেন। আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি টি-২০ থেকে অবসর নেবো।’


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল