ওমানকে হারিয়ে গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড
- ক্রীড়া ডেস্ক
- ১১ জুন ২০২৪, ০০:০০
ব্র্যান্ডন ম্যাকমুলানের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পেল স্কটল্যান্ড। বিলাল খানের শর্ট বল পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচের ইতি টানেন এই ব্যাটার। আগে ব্যাট করা ওমানের ১৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তরুণ এই ব্যাটারের ঝড়ো ইনিংসে চতুর্দশ ওভারের শুরুতেই জয় নিশ্চিত হয় স্কটিশদের। ওমানকে অনায়াসে হারিয়ে উজ্জ্বল করল সুপার এইটে ওঠার সম্ভাবনা। টি-২০ বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ৪১ বল হাতে রেখেই ওমানের বিপক্ষে সাত উইকেটের জয় পেল স্কটল্যান্ড। ৩১ বলে ৯ চার ও দুই ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ম্যাকমুলান।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে গত পরশু টস জিতে ব্যাটিংয়ে নামে ওমান। তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে প্রতীক ছাড়া উল্লেখ করার মতো কিছু করতে পারেননি কেউ। ইনিংস শুরু করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রাতিক আউট হন ৫৪ রান করে। তার ৪০ বলের ইনিংস গড়া ৫ চার ও দুই ছক্কায়। ছয় নম্বরে নামা আয়ান খানের ৩৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসের সুবাদে দেড়শ ছুঁতে পারে ওমান। সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৫০ রান সংগ্রহ পায় ওমান।
লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মাইকেল জোন্সকে হারায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে জর্জ মানজি ও ম্যাকমুলান ২৯ বলে ৬৫ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় দল। ২০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪১ রান করে ফেরেন মানজি। চারে নেমে অধিনায়ক রিচি বেরিংটন একটি করে চার ও ছক্কা মেরে ১৩ রান নিয়ে ফেরেন সাজঘরে। ম্যাথু ক্রসকে নিয়ে বাকিটা সারেন ম্যাকমুলান।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর নামিবিয়াকে পাঁচ উইকেটে হারায় স্কটল্যান্ড। এবার ওমানকে হারিয়ে তিন ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট তিনে নামিবিয়া। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচের সবগুলো হেরে তলানিতে ওমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা