চ্যাম্পিয়নদের হারাল আরেক চ্যাম্পিয়ন
- ক্রীড়া ডেস্ক
- ১০ জুন ২০২৪, ০০:০০
টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে চলতি আসরে দুই ম্যাচ জয়শূন্যই রইল ইংলিশরা। ‘বি’ গ্রুপের ম্যাচে গত পরশু অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করা অসিদের হয়ে কোনো ব্যাটার ফিফটির দেখা না পেলেও ২০১ রানের বিশাল পুঁজি গড়ে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬৫ রানেই থেমে যায় ইংলিশ ইনিংস। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে টি-২০তে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল অসিরা। আসরে প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ল মিচেল মার্শের দল। অপর দিকে ইংলিশরা রইল দুই ম্যাচেই জয়শূন্য। প্রথম ম্যাচটি স্কটল্যান্ডের বিপক্ষে ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
দুই দলের ইনিংসেই কোনো ব্যাটারের ফিফটি না থাকলেও ম্যাচটিতে মোট রান হয়েছে ৩৬৬। কোনো ব্যক্তিগত ফিফটি ছাড়া টি-২০ বিশ্বকাপের এক ম্যাচে যা সবচেয়ে বেশি রানের রেকর্ড। আগেরটি ছিল ২০১০ আসরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ৩২৭।
বারবাডোজে শুরুতে অস্ট্রেলিয়ার রানের ভিত গড়ে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। সেই ধারাবাহিকতা পরে ব্যাটাররাও ধরে রাখলে এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২০০ রানের পুঁজি গড়ল অস্ট্রেলিয়া। ৩০ বলে ৭০ রানের উদ্বোধনী জুটির পর বিদায় নেন ওয়ার্নার। মঈন আলীর বলে বোল্ড হন ১৬ বলে ৩৯ রান করা ওয়ার্নার। ১৮ বলে ৩৪ রান করা হেডের স্ট্যাম্প ভাঙেন জোফরা আর্চার। এরপর মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি। ২৫ বলে ৩৫ রান করা মার্শের বিদায়ে ভাঙে ৬৫ রানের যুগল। পরের ওভারেই বিদায় নেন ম্যাক্সওয়েল। মার্কাস স্টয়নিসের ৩০ ও শেষ দিকে ম্যাথু ওয়েডের ১৭ রানের ইনিংসে দুইশ পার করে অস্ট্রেলিয়া। দু’টি উইকেট নেন ক্রিস জর্ডান।
২০২ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন জন বাটলার ও ফিল সল্ট। পাওয়ার প্লেতে তারা তোলে ৫৪ রান। অষ্টম ওভারে আক্রমণে এসেই অ্যাডাম জাম্পা ৩৭ রান করা সল্টকে বোল্ড করে ইংল্যান্ডের ৭৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। এই লেগ স্পিনারের পরের ওভারে ২৮ বলে ৪৮ রান করে বিদায় নেন ইংল্যান্ড অধিনায়ক। এরপর উইল জ্যাকস ও জনি বেয়ারস্টো দ্রুত বিদায় নিলে চাপে পড়ে ইংলিশরা। সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন মঈন আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি ওমানের বিপক্ষে না খেলা কামিন্স। তার বিদায়ের পর দলকে কাক্সিক্ষত ঠিকানায় নিতে ব্যর্থ হন হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনরা। দু’টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। ম্যাচসেরা জাম্পা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা