১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯,৯২১ কিমি ভ্রমণ করবে টাইগাররা

-

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেনুতে হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপ। আয়োজক হিসেবে দু’টি নাম থাকলেও কার্যত বিশ্বকাপ হচ্ছে সাতটি দেশে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেনু মূলত ছয়টি ভিন্ন ভিন্ন দেশে। বিশ্বকাপের সূচি নিয়ে ইতোমধ্যে সমালোচনাও উঠেছে। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা স্পিনার মহীশ থিকশানা সরাসরিই বলেছেন, অন্যায্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা।
এ দিকে উইজডেন ক্রিকেটের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করলে চারটি দল বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড তাদের ঘাঁটি বদলাবে চারবার করে। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের, যদিও বৃষ্টিতে ভেসে যায় সেটি। এর পর তারা নিউ ইয়র্কে যায় ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ডালাসে ফেরে, সেখানে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলেছে।
এর পর আবার নিউ ইয়র্কে যায় তারা, সেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপরে দল যাবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ সেখানেই। সব মিলিয়ে বাংলাদেশ ভ্রমণ করবে ৯ হাজার ৯২১ কিলোমিটার। গ্রুপ পর্বে অন্য যেকোনো দলের চেয়ে যা বেশি। এক দিকে একাধিক ভেনুর কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ, অন্য দিকে ভ্রমণের ঝক্কি।

 


আরো সংবাদ



premium cement