১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তৌহিদের ছক্কায় আহত ভক্ত

-

মাত্র ১২৫ রানের লক্ষ্যে নেমে কষ্ট করে জিতলেও ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। তার ইনিংসে ছিল ৪ ছক্কা। ওই ৪ ছক্কার একটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশী ভক্তের পায়ে লাগে। সেখানে ক্ষতও তৈরি হয়। ম্যাচ শেষে তার সাক্ষাৎকার প্রচার হয় সংবাদমাধ্যমে। সেখানে তিনি জানান, পায়ে ক্ষত তৈরি হলেও বাংলাদেশ জয় পাওয়ায় ব্যথা পাননি তিনি।
ভক্তের ক্ষতের ওই ছবি দেখেছেন হৃদয়ও। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্ট করে সমবেদনা জানিয়েছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, যা মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরল এটা ভেবেই খারাপ লাগছে।’
তিনি আরো লেখেন, ‘প্রিয় ভাই, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি ও আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি। কিন্তু সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’


আরো সংবাদ



premium cement