মেহেদী মিন্টুকে ছাড়াই কাতারে বাংলাদেশ দল
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ জুন ২০২৪, ০১:৩০
অস্ট্রেলিয়ার বিপক্ষে তুমুল লড়াই করা ম্যাচে বাংলাদেশের দুই গোলে হার। এই পরাজয়ের নেপথ্যে ডিফেন্ডার মেহেদী হাসান মিন্টু। মোহামেডানে খেলা সেনাবাহিনীর এই ফুটবলারের পায়ে লেগে প্রথম গোল পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় গোলের সময় অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে মার্কিংয়ের দায়িত্ব ছিল মেহেদীর ওপর। কিন্তু সকারুজ ফুটবলারটি হেডের আগে মিন্টুকে ছিটকে ফেলে হেডে গোল করেন। ফলে কাতার যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা হয়নি এই স্টপার ব্যাকের। এ ছাড়া দলের সঙ্গী হতে পারেননি রাব্বী হোসেন রাহুল ও মোহাম্মদ আবদুল্লাহ। তারিক কাজী ও সোহেল রানার ইনজুরির কথা কোচ হাভিয়ার কাবরেরাই ম্যাচোত্তর সংবাদ সম্মেলনে জানান কোচ। তবে তাদের ইনজুরি গুরুতর না হওয়ায় গতকাল বিকেলে কাতারগামী বিমানে উঠেছেন তারাও। এদের নিয়েই ১১ জুন লেবাননের সাথে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের।
লেবাননের সাথে হোম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এর আগে সাফ ফুটবলে তাদের কাছে ০-২ গোলে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ড সমস্যায় খেলা হয়নি বিশ্বনাথ ঘোষ ও মজিবুর রহমান জনির। তারাও গেছেন লেবানিজদের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে।
পরশু বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের সাথে গোলশূন্য ড্র করে লেবানন। ফলে ৩ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে লেবাননরা। ফলে বাংলাদেশ যদি ১১ জুন কাতারের মাঠে লেবাননকে হারাতে পারে তাহলে তৃতীয় হবে জামালরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা