মাঠকে দুষলেন অস্ট্রেলিয়ার কোচ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
বলার মতো কোনো চান্সই তৈরি করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম গোল আত্মঘাতীতে। পরেরটি ডিফেন্ডার মেহেদী মিন্টুকে ফাউল করে। ফলে সাবেক এশিয়া চ্যাম্পিয়ন এবং ২০০৬ সাল থেকে টানা বিশ্বকাপে খেলা দলের কাছে ০-২ গোলে হারাটা বাংলাদেশের জন্য গর্বের। তবে কিংস এরিনায় লাল-সবজুদের বিপক্ষে এই অল্প ব্যবধানে জয়ের জন্য মাঠকে দুষলেন সকারুজ কোচ গ্রাহাম আরনল্ড। তার মতে, এই মাঠের খেললে ইনজুরির শঙ্কা থাকে। মাসল ক্র্যাম্প করে। বাংলাদেশ দলেরতো পাঁচ-ছয়জনের মাসল ক্র্যাম্প করেছে। এমন মাঠে ভালো খেলা অসম্ভব। এর পরও বলব বাংলাদেশ ভালো খেলেছে। তাদের কোচ চমৎকার প্লান করেই মাঠে নামিয়েছে দল। তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের নেপথ্যে মাঠ।
সংবাদ সম্মেলনে আসা অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলদাতা কুসেনি ইয়ংজি বলেন, মাঠের ঘাস বেশ বড় বড়। মাঠও ভারী। স্বাভাবিক খেলা উপহার দেয়া সম্ভব নয় এখানে।
তবে মাঠ নিয়ে অস্ট্রেলিয়ান কোচ আরনল্ডের অভিযোগের সাথে দ্বিমত বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার। তার মতে, এই মাঠে খেলা সম্ভব। আমরা এই ম্যাচে প্রতিপক্ষকে কড়া মার্কিংয়ে রেখেছি। ডিফেন্স খুবই ভালো খেলেছে। তাই অস্ট্রেলিয়া দু’টির বেশি গোল দিতে পারেনি। তিনি যোগ করেন, এই রেজাল্ট লেবাননের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা