১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের বিপক্ষেও কি যুক্তরাষ্ট্রের চমক

-

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে চমক দেখানো স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ টি-২০ বিশ^কাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় খেলতে নামবে উভয় দল।
স্বাগতিক হিসেবে বিশ^কাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা।
কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ‘যেভাবে খেলেছি, সেভাবে বাকি ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দুই দলের বিপক্ষেই নির্ভীক ক্রিকেট খেলার ইচ্ছে। জয়ের জন্য নিজেদের উজাড় করে দিবো। কাল (আজ) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সেগুলো মাঠে বাস্তবায়নই করাই মূল লক্ষ্য। প্রতিপক্ষকে কোনো ছাড় নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, জয়ের হাসি আমরাই হাসবো।’
তবে কাগজে-কলমে ফেবারিট ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এ বছর চারটি টি-২০ সিরিজ খেলেছে । এর মধ্যে দু’টিতে হার, একটিতে জয় ও ড্র করেছে তারা। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে। ওই সিরিজে হারের পর শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে ওয়ানডে ও টি-২০র দায়িত্ব তুলে দেয়া হয় বাবর আজমের কাঁধে।
বিশ^কাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থাকায় কোনো অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেনি পাকিস্তান। তাই সর্বশেষ দুই সিরিজে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ^কাপ শুরু করতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘অবশ্যই জয় দিয়ে বিশ^কাপ শুরু করতে চাই। যুক্তরাষ্ট্র ভালো ছন্দে আছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর, বিশ^কাপেও ভালো শুরু করেছে। নিজেদের কন্ডিশনের সুবিধা ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সাইড স্ট্রেইন ইনজুরিতে ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আশা করা যায় পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’


আরো সংবাদ



premium cement