১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমাদের সাহসী হতে হবে : শান্ত

-

সবশেষ কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে রান তুলতে পারছেন না বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্রের পর প্রস্তুতি ম্যাচে এসেও ব্যর্থ হয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুরু থেকেই বাড়তি বাউন্স এবং গতি পেয়েছেন পেসাররা। সেটা কাজে লাগিয়ে শুরুতেই আর্শদীপ সিং ফিরিয়ে দিয়েছেন সৌম্য সরকার ও লিটনকে। আবারো ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং। হার দিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। লম্বা সময় ধরে ব্যাটিংয়ে ছন্দ না পাওয়া বাংলাদেশের টপঅর্ডার ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। সৌম্য সরকারকে দিয়ে শুরু এরপর একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়। ব্যর্থতার ষোলকলা পূূর্ণ করে মাত্র ৪১ রানে পাঁচ উইকেট হারায় টাইগাররা। এক শ’র আগে অল আউট হওয়ার শঙ্কা জাগলেও মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটে কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ১২২ রানে থামলে বাংলাদেশকে হারতে হয় ৬০ রানে।

পুরো ম্যাচজুড়ে নিজেদের ব্যাটিংয়ের পুরনো ছবিটাই ভাসিয়ে তোলার চেষ্টা করেছেন ব্যাটাররা। যদিও বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক শান্ত। ‘আমার মনে হয় না পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে। কিন্তু বোলাররা দারুণ করেছে। শরিফুল এবং রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটি হারে বাংলাদেশ। এদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলে তারা। প্রস্তুতি ম্যাচে, ভারতের বিপক্ষে। যেখানে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। যদিও পুরনো জিনিস নিয়ে ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক। নিজেদের আরো বেশি সাহসী হওয়ার আহ্বান জানিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (আত্মবিশ্বাসে কতটা ঘাটতি হলো)। কিন্তু পূর্বে কি হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার জন্য চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। অনুশীলনে ফিরলেও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি ডান হাতি এই পেসারকে। এ দিকে শ্রীলঙ্কা সিরিজের পর ভারতে গিয়ে আইপিএলে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর দেশে ফিরে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষেও। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তিন ম্যাচে খেলা মোস্তাফিজকে তাই বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। তারা দু’জন ফিরলে চিত্র ভিন্ন হবে বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (তাসকিন, মোস্তাফিজ ফিরলে বুস্টআপ হবে)। তাসকিন এবং মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দু’জন ফিরলে ভিন্ন কিছু হবে।’


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদী বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল