বাংলাদেশের প্রতিভা আছে কিন্তু ধারাবাহিকতা লাগবে : যুবরাজ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ জুন ২০২৪, ০০:০০, আপডেট: ০২ জুন ২০২৪, ২১:৫৯
এবারের টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন যুবরাজ সিং। বিশ্বকাপ শুরুর দিনে ভেনুর আশপাশেই দেখা যায় ভারতের হয়ে দুই ফরম্যাটে দু’টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। গণমাধ্যমের সাথে কথা বলার সময় বাংলাদেশকে নিয়েও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই বলেই মনে করেন যুবরাজ। তবে প্রতিভার সাথে বাংলাদেশী ক্রিকেটারদের ধারাবাহিকতাও প্রত্যাশা করছেন। ধারাবাহিক না হলে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। আমি দেখছি না, বাংলাদেশ তেমনটি করছে। তাদের সেই পটেনশিয়াল আছে। অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা