১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চমক দেখাতে পারে ডাচ ও নেপাল : গিলক্রিস্ট

-

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ‘গ্রুপ ডি’। এই গ্রুপে আছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল। এই গ্রুপ থেকে নেপাল ও নেদারল্যান্ডসের যেকোনো একটি দল চমকে দিতে পারে বলে মনে করেন অ্যাডাম গিলক্রিস্ট।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই উইকেটরক্ষক নেপাল ও নেদারল্যান্ডসের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। গতবারের টি-২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চমকে দেয় নেদারল্যান্ডস। এবারো এই দুটি দল একই গ্রুপে হওয়ায় সেকথাই মনে করিয়ে দিয়েছেন গিলক্রিস্ট। এ ছাড়া নেপাল দলের কয়েকজন ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স মনে ধরেছে অজি এই সাবেক উইকেটরক্ষকের। তিনি বলেন, ‘আমি মনে করি, নেপাল একটা দল যারা সবাইকে চমকে দিতে পারে। তাদের ক’জন ক্রিকেটার আছে যারা বিশ্বের বিভিন্ন লিগে কয়েকবছর ধরে খেলছে। ডাচরাও বিশ্বকাপ খেলার জন্যে প্রস্তুত। তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তারা আবারো সাউথ আফ্রিকার গ্রুপে পড়েছে। শেষবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। এই গ্রুপ থেকে ডাচরাও পারে চমকে দিতে।’
এই গ্রুপে বাংলাদেশ থাকলেও নাজমুল হোসেন শান্তর দলকে এগিয়ে রাখতে নারাজ গিলক্রিস্ট। মূলত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় লাল-সবুজের দলকে সেভাবে মূল্যায়ন করছেন না তিনি। একই সাথে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলগুলোও চমকে দিতে পারে বলেই বিশ্বাস তার, ‘গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ম্যাচের ফলাফলগুলো দেখুন। যুক্তরাষ্ট্র নিজেদের ভালোমতোই চিনিয়েছে। বাংলাদেশ তাদের কাছে দুইবার হেরেছে। তাদের শুধু পারফর্ম করার জায়গা দরকার আর নিজেদের মেলে ধরার সুযোগ দরকার।’

 


আরো সংবাদ



premium cement
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি জনআকাঙ্ক্ষা ও সরকারের পথচলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

সকল