১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথম ম্যাচে বোলিং করবেন না মার্শ

-

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আজ থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। ফিট হলেও তিনি প্রথম ম্যাচে বোলিং করতে পারবেন না। অসি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এ কথা জানান। ৬ জুুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে অস্ট্রেলিয়া।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দেশে ফিরেছিলেন মার্শ। চলতি সপ্তাহে বিশ্বকাপের দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও বোলিং করেননি তিনি। এমনকি কোনো ম্যাচের পুরো ইনিংসেও ফিল্ডিং করেননি। কবে নাগাদ বোলিংয়ে ফিরবেন মার্শ, তা নিশ্চিত নয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্রিকেটডটকমডটএইউকে ম্যাকডোনাল্ড বলেন, ‘মিচের শরীর কী অবস্থায় আছে, সেটি বোঝার জন্য এই প্রস্তুতি ম্যাচগুলো যথেষ্ট ছিল। সে বেশ কিছু ওভার ফিল্ডিং করেছে ও ভালোভাবে দৌড়াতে পেরেছে। ফলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। মনে হচ্ছে, প্রথম ম্যাচে খেলার জন্য সে প্রস্তুত। দ্বিতীয় ব্যাপার হলো, প্রথম ম্যাচে বোলিংয়ে ফিরবে না মার্শ।’


আরো সংবাদ



premium cement