১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাস্তির মুখে কৃষ্ণা রানী

শাস্তির মুখে কৃষ্ণা রানী -


চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকার কথা ছিল কৃষ্ণা রানীর সরকারের। দলে থাকলে নিশ্চিত তার একাদশেই থাকা হতো। কিন্তু লম্বা ইনজুরি তাকে এবারের লিগে ঠিকমতো খেলতেই দেয়নি। এই ইনজুরির জন্য তিনি বাফুফের দায়িত্বহীনতার অভিযোগ তোলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে অভিযোগ আনার কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ২০২২ সাফের ফাইনালে নেপালের বিপক্ষে জোড়া গোল করা এই স্ট্রাইকার।
২০২২ সাল থেকে ইনজুরিতে ভুগছেন এই ফরোয়ার্ড। সদ্য সমাপ্ত লিগে কিছু ম্যাচ খেললেও ইনজুরি পুরোপুরি না সারায় চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পাননি কৃষ্ণা। গত বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাফুফের বিরুদ্ধে উন্নত চিকিৎসা না করানোর অভিযোগ এনেছেন।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘কৃষ্ণা যে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমি কৃষ্ণার সাথে কথা বলেছি। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি। উন্নত চিকিৎসা করতে কী কী দরকার, জানতে চেয়েছি। তাকে বলেছি বিদেশে চিকিৎসা করতে যা প্রয়োজন তার একটি চাহিদাপত্র দিতে। আমি প্রটোকল বিভাগেও নির্দেশনা দিয়েছি কৃষ্ণা চাইলে ভিসা প্রসেসিং করতে।
কৃষ্ণা কেন ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছে এর ব্যাখ্যা চেয়ে দ্রুতই শোকজ করা হবে। বাফুফে সেক্রেটারি জানান ‘ইনজুরিতে পড়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা করানো বাবদ কৃষ্ণাকেও টাকা দেয়া হয়েছে। কানন আক্তার, মারিয়া মাণ্ডা, শামসুন্নাহার জুনিয়রকেও চিকিৎসা বাবদ টাকা দেয়া হয়েছে। এক কথায় ফুটবলাররা যে যখনই সমস্যায় পড়েছেন, বাফুফে তাদেরকে সহযোগিতা করেছে। তাই এ ধরনের মিথ্যা অভিযোগ এনে বাফুফেকে কেন হেয় করা হয়েছে, এর কারণ জানতে চাওয়া হবে কৃষ্ণার কাছে’- বলেন বাফুফের সাধারণ সম্পাদক।

কৃষ্ণা ফেসবুক পোস্টে লিখেছেন- ‘প্রায় দেড় বছর হয়ে গেছে। পা আগের থেকে ভালো; কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফের ফিজিও দিয়ে আমার চিকিৎসা চলছে। সবাই জানে ইনজুরিটা অনেক জটিল। ‘২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। উনি বলেছিলেন, অস্ট্রেলিয়া-ভারত গিয়ে চিকিৎসা করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, তারা বলেছিল আর কিছুদিন দেশে ডাক্তার দেখাতে। আমি অনেক দিন তাদেরকে বলেছি, ভারতে যাওয়ার কথা। কিন্তু উনারা আমার কথায় কোনো গুরুত্ব দেননি। আজ পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি।’


আরো সংবাদ



premium cement