১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টানা পাঁচ জয়ে শীর্ষে রূপালী ব্যাংক

-


নিয়ন্ত্রিত বোলিংয়ে বিকেএসপিকে বেশি দূর যেতে দিলেন না রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বোলাররা। রান তাড়ায় অপরাজিত ইনিংসে দলকে জেতালেন অভিজ্ঞ ফারজানা হক। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

ফারজানার ফিফটি
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরির পর থেকেই ফারজানা হকের ব্যাটে রান নেই। ছন্দে ফেরার অভিযানে লিগে এখন পর্যন্ত বেশ ভালো করছেন অভিজ্ঞ ব্যাটার। তার অপরাজিত ৮১ রানের সৌজন্যে বিকেএসপিকে সাত উইকেটে হারায় রূপালী ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৭৮ রানের লক্ষ্য ৬১ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচসেরার পুরস্কার জেতেন ফারজানা।
পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রূপালী ব্যাংক। সমান ম্যাচে দুই জয়ে পাঁচ নম্বরে বিকেএসপি। এ ছাড়া চার ম্যাচে চারটি করে জয় রয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

খেলাঘরের ১ উইকেটের জয়
জয়ের জন্য বাকি ছিল ১৫ রান, ক্রিজে শেষ দুই ব্যাটার। জমে ওঠা ম্যাচে শেষ দিকে দারুণ লড়াই করলেন নুজহাত সাবাহ ফিরদৌস ও খাদিজাতুল কুবরা। দু’জন মিলে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে এনে দিলেন এক উইকেটের জয়। বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রের ১১৬ রানের জবাবে জয় পেতে ৪৫.৩ ওভার পর্যন্ত খেলতে হয় খেলাঘরকে।
পাঁচ ম্যাচে খেলাঘরের দ্বিতীয় জয় এটি। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে এক জয়ে সাত নম্বরে কলাবাগান।


আরো সংবাদ



premium cement