১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালো কিছুর প্রত্যাশা সাবিনাদের

-

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ দু’বারই মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে। অনূর্ধ্ব-১৬ এএফসির বাছাই পর্বে কৃষ্ণা রানীরা জয়ী হলেও অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে হারতে হয় মারিয়া-মনিকাদের। তবে সিনিয়র লেভেলে এই প্রথম দেখা হচ্ছে দুই দেশের। ফিফা র্যাংকিংয়ে ৪০ এ থাকা দলটির বিপক্ষে আজ সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস এরিনায় মাঠে নামবে ১৪০ এর বাংলাদেশ। দুই দলের ফিরতি ম্যাচ ৩ জুন।
বাংলাদেশ মহিলা ফুটবল দল এর আগেও হাই র্যাংকিং দল নেপাল, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে জিতেছিল। তবে এবার জয়ের ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারলেন না অধিনায়ক সাবিনা খাতুন। গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে সাবিনা জানান, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের কাছে সবার প্রত্যাশাই আকাশচুম্বী হয়ে গেছে। আমরা বিগত সময়ে অন্য দলগুলোর বিপক্ষে যেভাবে খেলেছি, আজ সেই ধারাই অব্যহত রাখতে চাই। অবশ্যই চাইনিজ তাইপে শক্তিশালী দল। এই দলের বিপক্ষে খেলার ফলে আমরা আমাদের অবস্থান জানতে পারব। আমাদের উন্নতিটাও বুঝাতে পারব।’ তিনি যোগ করেন, এশিয়ান গেমসে আমরা জাপান ও ভিয়েতনামের মতো বিশ্বকাপে খেলা দলের মোকাবেলা করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’ তবে ইনজুরির জন্য বাদ পড়া মারিয়া মান্ডার অনুপস্থিতি দলকে ভোগাবে বলে আশঙ্কা তার।
প্রতিপক্ষ তাইপে সম্পর্কে সতর্ক কোচ পিটার জেমস বাটলারও। তার মতে, ওরা কঠিন প্রতিপক্ষ। টাফ ম্যাচ আমাদের জন্য।
এ দিকে চাইনিজ তাইপের কোচ চাং হিউ মিন জানান, আমরা দলকে নতুন করে সাজানোর চেষ্টা করছি। তবে বাংলাদেশের গরম আবহাওয়া আমাদের জন্য নেতিবাচক হতে পারে।


আরো সংবাদ



premium cement