প্রথম শিরোপা জিতেও মন খারাপ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০০:০৫
আগের ৫ লিগেই অংশগ্রহণ। এর মধ্যে তৃতীয় আসরের রানার্সআপ তারা। সেই নাসরিন স্পোর্টস একাডেমি গতকাল ইউসিবি মহিলা লিগে প্রথম শিরোপার স্বাদ পেল। এই অর্জনের পর দলের খেলোয়াড়রা উল্লাস করলেন। কোচরাও সেই কাতারে। তবে সেভাবে উৎফুল্ল দেখা গেল না নাসরিন স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বেবীকে। এই প্রথম শিরোপা জয়ের পর আগামীবারও চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়বে কি না সেই উত্তরও নেই তার মুখে। কারণ গত দুই লিগে সেরা তিনে থাকতে না পারা দল এবার ঘটনাক্রমেই চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়ে ফেলেছে। বসুন্ধরা কিংস এবার মহিলা দল না গড়ায় সাবিনা, রূপনা, কৃষ্ণাদের দল পাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত নাসরিন একাডেমি তাদের দলে টানে। অপেক্ষাকৃত অনেক সস্তায় পাওয়া যায় জাতীয় দলের এই ফুটবলারদের। কিন্তু এতো শক্তিশালী দল করতে গিয়ে খরচ টানতে হিমশিম খেতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। তাই আগামীবারও শিরোপা জয়ের জন্য দল গড়বেন এমনটা বলতে পারলেন না বেবী। তবে আকারে ইঙ্গিতে বুঝালেন তাদের পক্ষে সম্ভব নয় এত ভালো দল না করা।
কাল কমলাপুর স্টেডিয়ামে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ড্র দরকার ছিল নাসরিন স্পোর্টস একাডেমির। অবশ্য তারা জিতেছে ১৩-০ গোলে। এতে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা (৫ গোল) ও সুমাইয়া মাতসুসিমা (৩ গোল)। এ ছাড়া রিতু পর্না দু’টি ও ছোট শামসুন্নাহার ও ও মারিয়া এবং মনিকা একটি গোল করেন। ১৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হন সাবিনা। এবার গোল কম হওয়ার জন্য সাবিনা খেলা কম হওয়াকে দায়ী করলেন। উল্লেখ্য, এবার ৯ দলের সিঙ্গেল লিগ হয়েছে। এরপরও অন্যান্য বারের চেয়ে এবারে লিগ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে বলে জানান তিনি।
চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ খুশি এবার দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা মনির হোসেন। জানান, আমি শুরু থেকেই এই দলের সাথে আছি। এই প্রথম পেলাম চ্যাম্পিয়নশিপের স্বাদ। যা যেকোনো কোচের পরম পাওয়া। রানার্সআপ আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবের কোচ গোলাম রায়হান বাপন এবার চ্যাম্পিয়ন হতে না পারার জন্য প্রথম ম্যাচে আর্মি স্পোর্টসের কাছে হারকে দায়ী করেন।
লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্মি স্পোর্টসের মোসাম্মৎ সুলতানা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা