দেশের জন্য কিছু করতে চান জাকের
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০০:০৫
এবারই প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জাকের আলী অনিক। দেশের হয়ে প্রথম কোনো বড় ইভেন্টে খেলতে যাওয়া জাকেরের স্বপ্নও খানিকটা বড়। আসন্ন এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই দলের হয়ে জিততে চান তিনি।
টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু জাকেরের। হ্যাংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলেছিলেন। তবে মূল জাতীয় দলে তার অভিষেক হয় গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ দিয়ে। সিলেটের সেই ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। সেই থেকে টি-২০তে জাতীয় দলের নিয়মিত মুখে জাকের।
তিনি বলেন, দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয় আরো ভালো। যখন থেকেই জানি আমি আছি (বিশ্বকাপ দলে) ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করেছি, যে কার সাথে কিভাবে খেলতে হবে। প্রতিপক্ষের সাথে কৌশল কী রকম হওয়া উচিত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তিনি আরো বলেন, দল হিসেবে আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ভালো পারফরম্যান্স করব, জিতব। নিজের দেশের জন্য বড় কিছু করব। সব সময় মাথায় আছে যে দেশের জন্য ভালো কিছু করব।
২০০৭ সাল থেকে ক্রিকেটের প্রতি আগ্রহটা ভালোভাবে জন্মায় জাকেরের। বড় ভাইকে দেখে ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। আগে যা অর্জন করেননি বিশ্বকাপে সেটাই অর্জন করতে চান জাকের। তার কথায়, ২০০৭ থেকে বাংলাদেশের ক্রিকেট ভালোভাবে ফলো করি। তখন থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝি। তখন থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা।
তিনি যোগ করেন, সবচেয়ে বড় কথা আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ আসে। যখন আমি বাংলাদেশের ক্রিকেট দেখা শুরু করি, ওই সময় আমার ভাইও ক্রিকেট খেলত। সাপোর্টটা ভালো এসেছে। অবশ্যই ইচ্ছে থাকবে আগে যা অর্জন করতে পারি নাই এ বছর যেন এমন কিছুই অর্জন করতে পারি।
বিশ্বকাপ নিয়ে জাকের নিজেও রোমাঞ্চিত। যা নিয়ে তিনি বলেন, দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা