ভালো উইকেটে খেললে স্ট্রাইকরেটে উন্নতি হবে : শান্ত
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০০:০৫
বর্তমানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হলো টি-২০। কিন্তু এই ফরম্যাটে যেন কিছুতেই নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারছে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মতো অনভিজ্ঞ দলের কাছেও সিরিজ হারায় আরো প্রকটভাবে উঠে এসেছে উইকেটের বিষয়টি। ২০০৭ সালে টি-২০ বিশ^কাপ শুরুর পর দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ সব আসরে খেলেছে। কিন্তু কখনওই টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারেনি টাইগাররা।
টি-২০ রানের খেলা, গতির খেলা। সেখানে স্লো উইকেটে খেলা অথবা প্র্যাকটিস করলে বড় মঞ্চে তা বেশ ভোগাবে, যার নজির সম্প্রতি বাংলাদেশের জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রতি এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগে আমাদের ভালো উইকেটে খেলতে হবে। বিষয়টা আপনাদের কাছে অজুহাত মনে হতে পারে। কিন্তু সত্যটা হচ্ছে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলেছি।
ভালো উইকেটে খেললেও স্বল্প সময়ে নিজেদের পারফরম্যান্সে পরিবর্তন আনা সহজ নয়, এমনটাও বলেন শান্ত। ব্যাখা করলেন তিনি, ছয় মাসে পরিস্থিতিটা বদলে দেয়াটা কঠিন। যদি আমরা ভালো উইকেটে টানা এক-দুই বছর খেলতে থাকি তাহলে আমাদের স্ট্রাইক রেটে উন্নতি আসবে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ বলতে এবার আছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের দুইজনেরই সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি। শান্ত জানালেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তারাই নিজেদের জন্য ভালোটা বুঝবেন। আমি অবশ্যই চাইব তারা বিশ্বকাপে খেলুক এবং নিজেদের সেরাটা ঢেলে দেক। তবে এটা তাদের সিদ্ধান্ত যে তারা কখন ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু আমি চাই, তারা অভিজ্ঞতাটা দলের প্রত্যেকের সাথে শেয়ার করেন।
বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা টপ-অর্ডার ব্যাটারদের মধ্যে শুধুমাত্র তৌহিদ হৃদয়েরই আন্তর্জাতিক টি-২০তে ১৩০-এর উপর স্ট্রাইক রেট আছে। শান্ত বলেন, সম্প্রতি আমরা যে ম্যাচগুলো খেলেছি, বিশ্বকাপে যদি আমরা সেভাবে খেলতে পারি, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি ও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা