কার্নেলিয়াসে আশা দেখছে আবাহনী
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম রানার্সআপ ট্রফির জন্য শেষ ম্যাচে পরপস্পরের মুখোমুখি হতে হচ্ছে আবাহনী ও মোহামেডানকে। আগামীকাল শেষ হচ্ছে এবিজি বসুন্ধরা বিপিএল। এ দিন দেশের পাঁচ ভেনুতেই খেলা থাকলেও সবার চোখ থাকবে গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে। এই মাঠে যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডানের লড়াই। যে দল জিতবে তারাই এবারের লিগের রানার্সআপ। অন্য দিকে গোল পার্থক্যে এগিয়ে থাকা সাদা-কালো শিবিরের অবশ্য ড্র করলেই চলবে। বর্তমানে দুই দলে পয়েন্ট ১৭ খেলায় ৩২ করে। ৪২ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়ে আগেই এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ খেলার সুযোগ তৈরি করেছে বসুন্ধরা কিংস। আর রানার্সআপ দলের সুযোগ হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার।
লম্বা সময় ধরেই লিগে রানার্সআপ পজিশনটা ধরে রেখেছিল মোহামেডান। কিন্তু কয়েকটি ড্র আর হারই তাদের বেকায়দায় ফেলে দেয়। অন্য দিকে আবাহনী ঘুরে দাঁড়িয়ে এখন সান্ত্বনার রানার্সআপ ট্রফির অপেক্ষায়। তাদের এই সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছেন স্ট্রাইকার কার্নেলিয়াস স্টুয়ার্ট। এই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ডের দুই ব্যাক টু ব্যাক হ্যাটট্রিকই এখন রানার্সআপের দৌড়ে রেখেছে আকাশি-নীল শিবিরদের। গত ম্যাচে তার অসাধারণ হ্যাটট্রিকে নিশ্চিত হারের ম্যাচে ৩-২ গোলে জয় পায় আন্দ্রেস ক্রুসিয়ানির দল। এর আগে তার হ্যাটট্রিক ছিল ব্রাদার্সের বিপক্ষে। ফলে ১৯ গোল দিয়ে কার্নেলিয়াস এখন সর্বোচ্চ গোলদাতা। ১৭ গোল দিয়ে তার পরের অবস্থান মোহামেডানের সোলেমান দিয়াবাতের। ফলে আগামীকাল দুই ক্লাবের মতো লড়াই দুই বিদেশী ফুটবলারেরও।
ঢাকা আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামের মতে, কার্নেলিয়াস পরের দিকে দারুন খেলেছে। ফর্মে ফিরেছে সে। এতে দল দারুণভাবে ঘরে দাঁড়িয়েছে। ফলে তার এই ফর্ম আমাদের রানার্সআপ হওয়ার আশা জোগাচ্ছে। টানা দুই ম্যাচে সে হ্যাটট্রিক করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা