১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

-

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা। প্রথম টি-২০তে ২৮ রানের জয়। দ্বিতীয়টিতে ১৬ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল স্বাগতিকরা। শেষ টি-২০তে বোলারদের দারুণ পারফরম্যান্সের পর জনসন চার্লসের ঝড়ে ৮ উইকেটের বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়া, জয়ের ধারা ধরে রাখা, জনসন চার্লস ও শামার জোসেফদের ছন্দে ফেরার অপেক্ষাতেও ছিল তারা। চাওয়াগুলোর সাথে পাওয়া মিলে গেল প্রায় এক বিন্দুতে। জোসেফ দারুণ বোলিং করলেন, চার্লসের ব্যাটে দেখা গেল তাণ্ডব। ক্যারিবিয়ানদের সিরিজ জয়ও পূর্ণতা পেল।

জ্যামাইকায় গত পরশু টস জিতে আগে ব্যাট করে সাত উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ করার মতো ইনিংস ছিল অধিনায়ক রাসি ভ্যান ডের ডুসেনের। ৩১ বলে ৫১ রান করে ম্যাককয়ের বলে আথানেজের ক্যাচ পরিণত হন তিনি। এ ছাড়া উয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ৩৬ রান। তিনটি উইকেট নেন ওবেদ ম্যাককয়। দু’টি করে উইকেট নেন সামার জোসেফ ও গোদাকেশ মতি।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের সম্ভাবনা শুরুতেই ধ্বংস করে দেন ব্র্যান্ডন কিং ও চার্লস। পাওয়ার প্লেতে ৮৩ রান তুলে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ৪০ বলে ৯২ রানের উদ্বোধনী জুটি থামে ৪৪ রান করে কিংয়ের বিদায়ে। ২০ বলে ফিফটি করা চার্লস থামেন ৬৯ রানে। এরপর আলিক আথানেজকে নিয়ে বাকি কাজটুকু সারেন কাইল মায়ার্স। ম্যাচসেরা হন চার্লস। আর সিরিজসেরা গোদাকেশ মতি।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল