১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় দলে ইয়ারজান

-

এবারের অনূর্ধ্ব-১৬ মহিলা সাফে বাংলাদেশের জয়ের নায়িকা ইয়ারজান বেগম। ফাইনালে বাংলাদেশের সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার টাইব্রেকার মিস করলেও ইয়ারজানের তিনটি সেভ বাংলাদেশকে ট্রফি এনে দেয়। সেই ইয়ারজান এবারের মহিলা লিগে খেলছেন সিরাজ স্মৃতির হয়ে। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স। এর পুরস্কার পেতে যাচ্ছেন পঞ্চগড়ের এই মেয়ে। চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনা খাতুনদের যে দুই ফিফা প্রীতিম্যাচ সেখানে বাংলাদেশ দলে ডাক পেতে যাচ্ছেন তিনি। সাথে এবারের মহিলা লিগের নবাগত বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের গোলরক্ষক মিলি আক্তারও। বাদ যাচ্ছেন সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলে থাকা এবং এবার ফরাশগঞ্জের গোলরক্ষকের দায়িত্ব পালন করা স্বপ্না আক্তার ঝিলি। স্বর্ণা রানী মণ্ডল ও সাথী বিশ্বাসও ঠাঁই পাচ্ছেন না এবারের সিনিয়র জাতীয় দলে। অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমার সাথে দেখা যাবে ইয়ারজান ও মিলিকে। জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন আর্মি স্পোর্টসের মিডফিল্ডার তনিমা বিশ্বাস ও ডিফেন্ডার ইতি আক্তার। উল্লেখ্য, তনিমা জাতীয় দলের সাবেক মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের চাচাতো বোন।
এ দিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ খেলতে আজ ঢাকায় আসছে চাইনিজ তাইপে।


আরো সংবাদ



premium cement

সকল