১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাত্তাই পেল না মালয়েশিয়া

-

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অন্যতম ফেবারিট বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুটাও হয়েছে দারুণ। বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়েছিল। গতকালও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে মালয়েশিয়াকে পাত্তা দেয়নি স্বাগতিকরা। অনায়াসে জয় পেয়েছে। লাল-সবুজ দল তাদের হারিয়েছে ৭৩-২২ পয়েন্টে। আগামীকাল ২৯ মে ‘এ’ গ্রুপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিকরা দাপট দেখাতে শুরু করে। শুরুতে বাংলাদেশ ১১-০ পয়েন্টে এগিয়ে যায়। প্রথমার্ধে ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরই মধ্যে তিনবার মালয়েশিয়াকে অলআউট করেছে জিয়াউর-আরদুজ্জামানরা।
আগের ম্যাচে নেপালের কাছে হারা মালয়েশিয়া বিরতির পর স্বাগতিকদের সাথে পেরে উঠেনি। তবে এই অর্ধে বেশ কিছু পয়েন্ট পেয়ে ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৭৩-২২ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবদুল জলিলের শিষ্যরা।
ম্যাচসেরা আল আমিন বলেছেন, ‘জয়ের লক্ষ্য নিয়ে খেলেছি। ম্যাচ হাতে আসার পর পয়েন্টের জন্য খেলেছি। প্রতিপক্ষকে দুর্বল ভাবিনি। শক্তিশালী মনে করে খেলেছি। মূল লক্ষ্যই ছিল জয়ের। চতুর্থবারের মতো ট্রফি জিততে চাই। ঘরের ট্রফি ঘরেই রাখতে চাই।’ কাল অপর ম্যাচে ইন্দোনেশিয়া তিনটি লোনাসহ ৪৬-৪০ পয়েন্টে হারায় পোল্যান্ডকে।


আরো সংবাদ



premium cement