১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একসাথে কাবাডিকে এগিয়ে নিতে চাই : ক্রীড়ামন্ত্রী

-

জমকালো আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘যেকোনো বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা খুবই কঠিন। পরপর চার বছর বাংলাদেশ কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে এটি অত্যন্ত প্রশংসনীয়। ফেডারেশনের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ১২টি দেশ অংশ নিচ্ছে এটি সহজ কথা নয়।’
তিনি আরো বলেন, ‘কাবাডি ফেডারেশন যেভাবে খেলাটাকে চালাচ্ছে আমি আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করব। আমাদের সংক্ষিপ্ত তালিকায় কাবাডি রয়েছে। এটি আমাদের জাতীয় খেলা। তাই ভালো করতেই হবে। আমরা একসাথে বসে কাবাডিকে এগিয়ে নিতে চাই।’
কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আন্তর্জাতিক আসর থেকে অনেক পদক পাওয়ার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজদের। তবে এশিয়ান পর্যায়েই নয়; বিশ্বকাপেও চোখ রাখছেন ক্রীড়ামন্ত্রী। ‘আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ। কাবাডি যেহেতু আমাদের জাতীয় খেলা। ঠিকমতো পরিকল্পনা করে এগোতে পারলে কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট করবে।’
তৃণমূলে খেলাটিকে ছড়িয়ে দিতে, খেলোয়াড় বের করে আনতে পরিকল্পনা হাতে নেয়ার কথাও বলেছেন। ‘আমি ক্লাব নিয়ে ভাবছি না। আমি চাই স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বের হয়ে আসুক। স্কুলেই যদি আমরা কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে পারি প্রতি বছর, কলেজে করতে পারি, বিশ্ববিদ্যালয়ে করতে পারি। এতে আমরা আরো অনেক বেশি খেলোয়াড় পাবো।’


আরো সংবাদ



premium cement