১৭ জুন ২০২৪
`

টি-২০তে সব দল প্রায় সমান : সাকিব

-

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই টি-২০তে হেরেছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশের এমন ব্যর্থ পারফরম্যান্সে রীতিমতো ফুঁসছেন সমর্থকরা। দলের ব্যর্থতা, দল হিসেবে কতটা হতাশ বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে কি হালকাভাবে নিয়েছিল টাইগাররা? দ্বিতীয় ম্যাচ শেষে এমন সব প্রশ্ন উঠে আছে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসানের সামনে।
প্রশ্নের উত্তরে একপর্যায়ে সাকিব অবশ্য বলেই ফেললেন, কেন এমন হলো সেটার ব্যাখ্যা তার কাছে নেই। তবে হারটা যে হতাশার সেটিও স্বীকার করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ব্যাটাররা দুই ম্যাচেই ব্যর্থ। পিচে কোনো সমস্যা ছিল কি? এমন প্রশ্নের জবাবে সাকিবের বক্তব্য, ‘দল হিসেবে যেকোনো ম্যাচ হারই হতাশার। আপনি চাইবেন না ম্যাচ খেলে হারতে। তবে আমরা এখানে এসেছি বিশ্বকাপ খেলতে। এই সিরিজটি আমাদের জন্য হতে পারে সতর্কবার্তা। আমার মনে হয় না পিচ ওতটা খারাপ ছিল। আমাদের ভালো ব্যাট করা উচিত ছিল। আমরা সেটা পারিনি।’
হারের দায় কাউকে এককভাবে দিতে চান না সাকিব। টি-২০তে সব দলই প্রায় সমান। সাকিব বলেন, ‘এটা দলীয় খেলা। আপনি জেতেন বা হারেন, সবারই দায় নিতে হবে। যেকোনো দলের বিপক্ষে জেতার জন্য টি-২০তে আপনাকে সব ডিপার্টমেন্টেই ভালো ক্রিকেট খেলতে হবে। এই ফরম্যাটে ছোট-বড় দল বলে কোনো কথা নেই। সব দলই প্রায় সমান। এ জন্যই এটা যেকোনো ফরম্যাটের তুলনায় রোমাঞ্চকর। গত দুই ম্যাচে যা করে দেখিয়েছে যুক্তরাষ্ট্র।’

 


আরো সংবাদ



premium cement