ফিফার শাস্তি ও সালাম মুর্শেদীর জবাব
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ মে ২০২৪, ০০:০০
ফিফা যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মতো আবদুল সালাম মুর্শেদীর বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেবে, তা আগেই ইঙ্গিত মিলেছিল। সিদ্ধান্তটা এলো গত পরশু। আর্থিক অনিয়ম এবং ক্রয়সংক্রান্ত জালিয়াতির জন্য বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থদণ্ড বিষয়ে গতকাল বাফুফের প্যাডে লিখিত জবাব দিয়েছেন এই সংসদ সদস্য। তার মতে, যেহেতু আমি বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান তাই আমাকে আর্থিক জরিমানা ১০ হাজার সুইস ফ্রাঙ্ক গুনতে হচ্ছে। সাবেক এই স্ট্রাইকার আরো বলেন, ৮ ফেব্রুয়ারি ২০২৪ ফিফার এথিক্স কমিটি অ্যাডজুকেটরি চেম্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির আয়োজন করে। সেখানে আমি আমার বিপক্ষে আনা তিনটি অভিযোগ প্রত্যাহারের জন্য যুক্তি স্থাপন করি। সাথে আমার আইনজীবীও ছিল। পরে আমার বিপক্ষে তিনটি অভিযোগের দু’টি খারিজ করে দেয়া হয়। ক্রয়-প্রক্রিয়ায় দুইজনকে নিষিদ্ধ করেছে ফিফা। তিনি আরো জানান, সভাপতি কাজী সালাহউদ্দিন সরাসরি না থাকায় তাকে খারিজ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা