১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেভারকুজেনকে থামিয়ে চ্যাম্পিয়ন আটলান্টা

হ্যাটট্রিকম্যান লুকম্যানের কল্যাণে ৬১ বছর পর ইউরোপা লিগের প্রথম শিরোপা আটলান্টার। তাকে নিয়ে দলের উদযাপন : ইন্টারনেট -

বুন্দেসলিগা জয়ে ইতিহাস গড়া বায়ার লেভারকুজেন সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানিতে বাধা হয়ে দাঁড়াল আটলান্টা। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা দলটিকে অবশেষে থামাল ইতালিয়ান ক্লাবটি। উয়েফ ইউরোপা লিগের ফাইনালে গত পরশু ৩-০ গোলের জয় পায় সিরি ‘আ’র দলটি। দুর্দান্ত এক হ্যাটট্রিকে জয়ের নায়ক হয়ে উঠলেন অ্যাডেমোলা লুকম্যান। এই জয়ে ছয় দশকের বেশি সময়ের শিরোপা খরা কাটল আটলান্টা। আর প্রথমবারের মতো জয় করল ইউরোপা লিগ।
রক্ষণের ভুল আর আক্রমণে সাদামাটা লেভারকুজেন বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তোরিনোকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা। ৬১ বছর পর পেল দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে উজ্জীবিত আটলান্টা প্রথমার্ধেই করল জোড়া গোল। যে ধাক্কা আর সামলাতে পারল না লেভারকুজেন। মৌসুমের শুরু থেকে কোনো ম্যাচে না হেরে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল জার্মান ক্লাবটি। প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়ে এ দিন খেলতে নামে ফেবারিট লেভারকুজেন। কিন্তু ম্যাচ শুরু হতেই বদলে যেতে থাকে সবকিছু। বল দখলে পিছিয়ে থাকলেও শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল আটলান্টার। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল হজম করে জার্মান ক্লাবটি। ছয় গজ বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এক্সকুয়েল প্যালাসিওস। বল পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান। ২৬ মিনিটে বক্সের বাইরে একজনকে কাটিয়ে জায়গা বানিয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোল করেন লুকম্যান।
৭৫ মিনিটে সতীর্থের পাস ধরে ঠাণ্ডা মাথায় বক্সে ঢুকে সামনের একজনের বাধা সামলে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। মৌসুমে প্রথম হার আর অনেক বড় এক শিরোপা হারানোর হতাশায় মাঠ ছাড়ল জাভি আলনসোর দল। অন্য দিকে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতে উঠল আটলান্টা।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

সকল