নতুন তারকার খোঁজে জুনিয়র অ্যাথলেটিক্স
- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ মে ২০২৪, ০০:০৫
শাহ আলম, মাহবুব আলম, নাজমুন নাহার বিউটিদের খোঁজে নেমেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। এরই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক এই অ্যাথলেটিক্সে দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপি মিলিয়ে অংশ নেবে প্রায় ৫০০ অ্যাথলেট। রেকর্ড গড়লে পদকের পাশাপাশি প্রত্যেক ইভেন্টের অ্যাথলেটদের মিলবে ১০ হাজার টাকা করে।
এ প্রতিযোগিতা থেকে বাছাই করা অ্যাথলেটদের পাঠানো হবে আগস্টে শ্রীলঙ্কায় হতে যাওয়া দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অন্যতম সেরা দুই অ্যাথলেট ইরানে এশিয়ান ইনডোরে ৪০০ মিটারে রুপা জয়ী জহির রায়হান ও হাইজাম্পে ব্রোঞ্জজয়ী মাহফুজুর রহমান থাকবেন। নতুনদের অনুপ্রাণীত করতেই এই উদ্যোগ বলে জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা