১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খারাপ সময়ে অনুপ্রেরণা দরকার : লিটন

-

লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজেও অফ ফর্মের মধ্যে কাটিয়েছেন এই ওপেনার। খারাপ সময়কে সঙ্গী করেই টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। অতিরিক্ত কিছু চিন্তা না করে কিভাবে ঠাণ্ডা মানসিকতায় খেলতে নামা যায়, সে দিকেই নজর রাখছেন এই ওপেনার।
২০২২ সাল একেবারে স্বপ্নের মতো কাটিয়েছিলেন লিটন। তিন সংস্করণ মিলে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে করেছিলেন এক হাজার ৯২১ রান। পরের বছর ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে এক হাজার ১১৫ রান। অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। বরং বারংবার হোঁচট খাচ্ছেন, রান তুলতেও ব্যর্থ হচ্ছেন।
২০২৪ সালে সবমিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন লিটন। ১১ ইনিংসে ব্যাটিং করা বাংলাদেশের এই ওপেনার ১২.১৮ গড়ে করেছেন মাত্র ১৩৪ রান। এখন পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে না পারা লিটন চারবার আউট হয়েছেন শূন্য রানে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে না পারায় শেষ ওয়ানডের দল থেকে বাদও পড়েছিলেন।
লিটনের ব্যর্থতা অব্যাহত ছিল জিম্বাবুয়ে সিরিজেও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০তে ১ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন ব্লেসিং মুজারাবানির লেংথ ডেলিভারিতে। পরের ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়েছিল তার। যদিও শেষ পর্যন্ত আউট হয়েছেন ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলে। তৃতীয় ম্যাচে তিনবার স্কুপ করার চেষ্টায় শেষবারে বোল্ড হন লিটন। এ দিন ১৫ বলে ১২ রান করেন তিনি। এরপরের দু’টি ম্যাচে আর দলেই ছিলেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় লিটন বলেন, ‘খারাপ সময়ে আসলে আপনার ওভার থিঙ্ক করার কিছু থাকে না। আপনি যখন একটা ব্যাডপ্যাচে থাকবেন, খারাপ সময়ের মধ্যে থাকবেন তখন যত আপনি ওভার থিঙ্ক করবেন তত খারাপ হয়ে আসবে। আপনার কাছে একটা অপশনই থাকে। আপনি কতটা কঠোর পরিশ্রম করেন অনুশীলনে এবং কতটা গুরুত্ব সহকারে নিচ্ছেন। সেটি অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, খারাপ সময়ে যত কুল অ্যান্ড কাম (ঠাণ্ডা) থাকা যায়, সেটিই বিষয়। সেই সময়ে শুধু নিজের ক্রিকেটটায় ফোকাস থাকা জরুরি।’
খারাপ সময়ে অনুপ্রেরণা দরকার এমনটা উল্লেখ করে লিটন আরো বলেন, ‘এমন অনেক মানুষই আছে যারা আমাকে সবসময় অনুপ্রেরণা জোগায়। অনেক কোচই আছে যাদের সাথে আমাদের কথা হয়। প্রেরণা জোগায়। আসলে এই সময়টায় মোটিভেট করাটা অনেক বড় জিনিস, সাহস দেয়াটা। সবচেয়ে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। সে আমাকে অনেক সাহস দেয়। এর থেকে আর বড় কিছু লাগে না।’
আসন্ন এই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপর আলাদা চাপ থাকবে বলেও মনে করেন লিটন। তবে সবধরনের চাপকে দূরে সরিয়ে রেখে ফলাফলের কথা বেশি না ভেবে পারফর্ম করতে পারলে ভালো কিছুই সম্ভব বলে মনে করেন লিটন। ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে। কোনো সন্দেহ নেই, এটা সব দলেরই থাকে। আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি, ক্রিকেটের ভাষায় যেটাকে বলে কাম অ্যান্ড কুল (ঠাণ্ডা মেজাজে) থেকে ক্রিকেটটা খেলা যায়...ফিয়ারলেস (ভয়ডরহীন) ক্রিকেট, কোনো কিছু আউট কাম চিন্তা না করে যদি ক্রিকেটটা খেলা যায়... তাহলে খুব ভালো একটা সুযোগ আছে।
সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে এবং আগের বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করে দেখাতে পারেননি লিটন- এটি নিজেই স্বীকার করেছেন তিনি। শুধু তিনি একাই নন, পুরো দলের খেলাই আশানুরূপ ছিল না বলে মনে করেন তিনি। তাদের আরো ভালো কিছু করার সামর্থ্য আছে, যেটা তারা এবারের টি-২০ বিশ্বকাপে করে দেখাতে চান।
সাক্ষাৎকারে লিটন বলেছেন, ‘টিম হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, সেটা করতে পারি নাই। ২০২১ ও ২০২২ সালের বিশ্বকাপ, কোনোটাতেই আমরা সেভাবে খেলতে সক্ষম হয়নি। ২২-এ আমরা বড় কোনো টিমের সাথে জিততে পারি নাই।‘
নিজেকে নিয়ে আলাদা করে কথা বলেছেন এই ওপেনার, ‘আমি আপ টু দা মার্ক ছিলাম না। আমি যে লেভেলের প্লেয়ার বা যে পারফর্ম আমার করা উচিত, আমি সেটা করতে পারিনি। চেষ্টা করব এবার ভালো কিছু করার।’
বাংলাদেশের ব্যাটাররা ভালো কিছু করে দেখানোর সামর্থ্য রাখেন, তবে কাজটা খুব সহজ নয়। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটারই চিন্তা করে যে আমি একশো মারব। কিন্তু এটা এত সহজ না যে মাঠে নামব আর একশো মেরে দিব। তবে আমাদের চান্স আছে, টপ অর্ডারের ব্যাটাররা খুবই ভালো। চেষ্টাটা সবার ভেতরেই থাকবে।’
সতীর্থ ও দলের অধিনায়ক শান্তকে নিয়ে লিটন বলেছেন, ‘লাস্ট কয়েকটা সিরিজ শান্ত যে ক্যাপ্টেন্সি করছে তা আমার খুব ভালো লাগছে। যেহেতু সে একজন নিউকামার, তার হাতে তিন ফরম্যাটেরই দায়িত্ব আছে। ওভার অল যা দেখছি হি ইজ ইম্প্রুভিং। স্বাভাবিকভাবে যেকোনো মানুষেরই ইনপ্রুভমেন্টের কোনো শেষ নেই। সে খুব ভালো করছে।’


আরো সংবাদ



premium cement
খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকল