১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

কেন আর্জেন্টিনা দলে নেই দিবালা
ক্রীড়া ডেস্ক
আপাতত ২৯ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচ পর্যন্ত এই স্কোয়াডেই থাকবে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলটি। এরপর সেখান থেকে ছাঁটাই হবেন তিনজন। আর কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা যাবে ২৬ জনের দল নিয়ে। তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালা। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াও আছেন এই স্কোয়াডে। বিশ্বকাপ জেতা লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে। যদিও বর্তমানে দু’জনেই আছেন বড় ধরনের ইনজুরিতে। তবে পাওলো দিবালার তেমন ইনজুরি সংশয় নেই। অবশ্য ফর্মহীনতাও তার বাদ পড়ার কারণ।


ডিসেম্বরের শুরুতে নতুন টি-২০
ক্রীড়া প্রতিবেদক
টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতির জন্য বিপিএলের বাইরে একটি টি-২০ টুর্নামেন্টের দাবি বেশ পুরনো। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বেশ কয়েকবার আশ্বাস দিয়েছিলেন। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে সেটি। চলতি বছর ডিসেম্বরের শুরুর দিকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-২০ টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল টেকনিক্যাল কমিটির সাথে সভার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। পরবর্তী বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে জাতীয় ক্রিকেট লিগের আট দল নিয়ে হবে নতুন এই টুর্নামেন্ট।
সভা শেষে বিসিবির ভিডিও বার্তায় এটি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। ‘অনেক দিন ধরে চিন্তা করা হচ্ছিল, স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টি-২০ টুর্নামেন্ট করা যায় কিনা। যেহেতু শুধু বিপিএলেই হয় টি-২০ টুর্নামেন্ট। সেটা ফ্রথ্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিদেশী ক্রিকেটার থাকে। তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা টুর্নামেন্ট জরুরি ছিল। এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এনসিএলের আটটি দল নিয়েই ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি টি-২০ টুর্নামেন্ট হবে। এখানে ১২৮ থেকে ১৩০ জন ক্রিকেটার সুযোগ পাবে এবং এই সংস্করণে যে ঘাটতিগুলো আছে তা পূরণের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’

 

আবাহনী ও বিকেএসপি জয়ী
ক্রীড়া প্রতিবেদক
বিকেএসপি তিন নাম্বার মাঠে প্রথমে ব্যাট করে অধিনায়ক সুমাইয়ার হাফ সেঞ্চুরিতে (৫৮) বিকেএসপি মহিলা ক্রিকেট দল আট উইকেট হারিয়ে ২৪০ রান করে। জবাবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি মহিলা দলের জান্নাত (৭৯) ও তাজের (৯২) হাফ সেঞ্চুরিতে নির্দিষ্ট ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৬ রান করলে ১৪ রানের জয় পায় বিকেএসপি।
বিকেএসপি চার নং মাঠে লো স্কোরিং ম্যাচে আবাহনী পাঁচ উইকেটে হারায় আনসার ও ভিডিপি মহিলা ক্রিকেট দলকে। প্রথমে ব্যাট করে আনসার ৩৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান করে। জাহানারা ১৩ রান খরচায় চার উইকেট নেন। জবাবে আবাহনীও পাঁচ উইকেট হারিয়ে ২১.১ ওভারে জয় নিশ্চিত করে। আনসারের ফাহিমা ২৪ রানে চার উইকেট নেন।


কলম্বো স্ট্রাইকার্সে তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
গতকাল শুরু হয়েছে এলপিএলের নিলাম। সেখানে নাম দিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। নিলামে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।
নিলামে লিটনের নাম উঠলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর মুশফিককেও দলে নিতে আগ্রহ দেখায়নি। লিটনের ড্রাফট মূল্য ৩০ হাজার ডলার ও মুশফিকের মূল্য ৫০ হাজার ডলার থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাসকিন আহমেদকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।
৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, ৩০ হাজার ভিত্তিমূল্যে পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দল পাননি রিশাদ হোসেনও।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন মোস্তাফিজুর রহমান। ক’দিন আগে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।
ড্রাফটের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে মোস্তাফিজের সাথে ডাম্বুলার হয়ে খেলতে দেখা যাবে তারকা পেসার দিলশান মাদুশঙ্কা ও নুয়ান থুসারাকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে আইপিএলে ডাক পেয়েছিলেন মাদুশঙ্কা। যদিও ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হয়নি। এ দিকে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলে ফিরেছেন থুসারা। ডাম্বুলার হয়ে আরো খেলবেন দুসান হেমন্থ এবং প্রভীন জয়াবিক্রমা। বিদেশী হিসেবে মোস্তাফিজের সাথে থাকছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান।


আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো
ক্রীড়া ডেস্ক
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব পালন করা ডোয়াইন ব্রাভো আসন্ন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাকে এই নিয়োগের কথা জানায়। টি-২০ ইতিহাসের সর্বোচ্চ ৬২৫টি উইকেটের মালিক ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৫টি আন্তর্জাতিক ম্যাচ। ২০২১ সাল পর্যন্ত সব ক’টি টি-২০ বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন দু’টি শিরোপা। এবারের বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সাথে গ্রুপ ‘সি’তে আছে আফগানিস্তান।

ইউরো খেলেই অবসরে ক্রুস
ক্রীড়া ডেস্ক
লুকা মদরিচ এবং টনি ক্রুসের সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করতে চাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস এবার ইউরো চ্যাম্পিয়নশিপ খেলে বুটজোড়া চিরতরে তুলে রাখার ঘোষণা দিয়েছেন। মানে নতুন মৌসুমে আর মাঠে দেখা যাবে না ক্রুসকে। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার মঙ্গলবার অবসরের কথা জানালেন। ২০১৪ সালে যোগ দেয়ার পর থেকে মাদ্রিদে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘১০ বছর পর মৌসুম শেষে এই অধ্যায় শেষ হতে যাচ্ছে।’


ইংল্যান্ড দলে নেই রাশফোর্ড-স্টার্লিং
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে জায়গা হয়নি মার্কাস রাশফোর্ড রাহিম স্ট্রার্লিংয়ের। ইউরোর জন্য গতকাল ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। সেখানে এবেরেচি এজে, মার্ক গুয়েহি ও কোবি মাইনুর মতো খেলোয়াড় থাকলেও এতে জায়গা পাননি মার্কাস রাশফোর্ড, জর্ডান হেন্ডারসন ও রহিম স্টার্লিংয়ের। আগামী ৩ জুন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও চার দিন পর ওয়েম্বলিতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সাতজনকে বাদ দিয়ে দল ছোট করে ফেলবেন সাউথগেট।


ফরাশগঞ্জের জয়
ষ ক্রীড়া প্রতিবেদক
ইউসিবি মহিলা ফুটবল লিগে গতকাল জয়ের দেখা পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। পপি রানীর গোলে তারা ১-০তে জয় শুদ্ধপুস্করিনীর বিপক্ষে। পরশু অপর ম্যাচে আতাউর রহমান মানিক কলেজ ১-০তে হারায় সিরাজ স্মৃৃতিকে।


মেসি কি প্যারিস অলিম্পিকে খেলবেন
ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি অলিম্পিকে খেলার ইচ্ছার কথা নাকি বলে রেখেছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানোকে। বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও সরাসরিই বলেছেন, খেলতে চান অলিম্পিকে। কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের খবর অনুযায়ী, মার্টিনেজ অলিম্পিকে খেললেও মেসির খেলা হচ্ছে না।


লিভারপুলে থাকতে চান সালাহ
ক্রীড়া ডেস্ক
ইয়ুর্গেন ক্লপের বিদায়ে মোহাম্মদ সালাহকে নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সালাহ জানিয়েছেন তিনি থাকতে চান লিভারপুলে।

নেতৃত্বে রোনালদো
ক্রীড়া ডেস্ক
২০১৬ সালের ইউরো জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে আরেকটি আসরে অংশ নেবে পর্তুগাল। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ। ৩৯ বছর বয়সী রোনালদো ১৪ গোল করে ইউরোর রেকর্ড গোলদাতা এবং খেলেছেনও সর্বোচ্চ ২৫ ম্যাচ। এবার সেই সংখ্যাগুলো আরো বাড়িয়ে নেয়ার পালা।


আরো সংবাদ



premium cement
দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার

সকল