মেসির ফেরার ম্যাচে জয় মায়ামির
- ক্রীড়া ডেস্ক
- ২০ মে ২০২৪, ০০:০০
ইনজুরির জন্য সর্বশেষ ম্যাচে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। তবে গতকাল ডিসি ইউনাইটেডের বিপক্ষে শুরুর একাদশে ফিরলেও গোছানো ছিল না দল। এরপরও জয়ে মাঠ ত্যাগ। অন্তিম মুহূর্তে বদলি হয়ে মাঠে নামা লিওনার্ডো কাম্পানার গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের গোছানো রক্ষণের সামনে পাত্তা পায়নি মায়ামি। তাতে সুযোগও তৈরি করতে পারেনি সেভাবে। ড্র-ই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। ইকুয়েডরের স্ট্রাইকার কাম্পানা স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে মাঠে নেমেই বদলে নেন ম্যাচের ভাগ্য। অথচ কাম্পানা এই মৌসুমে লুই সুয়ারেজের জন্যই শুরুর একাদশে নিজের জায়গা হারিয়েছেন। মাঠে নামার পর প্রথম টাচেই বুঝিয়ে দিয়েছেন তার কার্যকারিতা। অবশ্য ম্যাচের শুরুতে বিলম্বের ঘটনাও ঘটেছে। বজ্রপাতের কারণে ২৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। ম্যাচ শুরুর পর মুষলধারে বৃষ্টি হলে আরো দেরি হয়েছে ১৫ মিনিট। মেসি দুবার ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করলেও দুবারেই সেসব প্রতিহত হয়েছে ডিসির মানব দেয়ালে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা