এলপিএলে আইকন প্লেয়ার মোস্তাফিজ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ মে ২০২৪, ০১:১১
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর শুরু হবে আগামী পয়লা জুলাই থেকে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ জুলাই। এই টুর্নামেন্টে খেলার জন্য ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ড্রাফটে। ড্রাফটের আগেই মোস্তাফিজুর রহমানকে বিদেশী আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। এবারের এলপিএলে দলটি নবাগত। দলটির মালিকানা কিনেছে বাংলাদেশী প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির গত আসরে রানার্সআপ হয়েছিল ডাম্বুলা অরা। তারাই এখন ফ্র্যাঞ্চাইজি বদলে ডাম্বুলা থান্ডার্স নামে অংশ নিচ্ছে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
এ দিকে ড্রাফটে মোট ২৪টি দেশের ক্রিকেটার নাম দিয়েছেন। ড্রাফটে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। যদিও ড্রাফটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি টুর্নামেন্টের আয়োজকরা। এখন বেশির ভাগ ক্রিকেটারই ব্যস্ত আইপিএলে। এরপরই হবে টি-২০ বিশ্বকাপ। তারপর হতে পারে এলপিএলের ব্যস্ততা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা