শেষ নাটকের অপেক্ষায় প্রিমিয়ার লিগ
- ক্রীড়া ডেস্ক
- ১৪ মে ২০২৪, ০১:১০
ইংলিশ প্রিমিয়ার লিগ এখন অপেক্ষা করছে শেষ নাটকের। ওল্ডট্র্যাফোর্ডে গত পরশু ০-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এই নাটক জমিয়ে তুলেছে আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে জিতেছে গানাররা। জয়ের ধারা ধরে রেখে শিরোপা দৌড়ে নিজেদের কাজটা সেরে রাখল মিকেল আর্তেতার দল।
ইতোমধ্যে ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে চারটির শিরোপা নিশ্চিত হলেও এখনো নিষ্পত্তি হয়নি প্রিমিয়ার লিগের। আর এই লিগে শেষ দিনের অপেক্ষা করছে শিরোপা লড়াই। কারণ আগামী ১৯ মে রাত ৯টায় সিটির নিজ মাঠের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম আর এমিরেটসে এভারটনকে আতিথেয়তা দেবে আর্সেনাল।
অবশ্য এর আগে ম্যানচেস্টার সিটি আগামীকাল মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পারের। স্পর্সাদের বিপক্ষে তাদেরই মাঠে খেলবে পেপ গার্দিওলার দল। চার দিন পর নিজ মাঠে ইত্তিহাদের দলটি লড়বে ওয়েস্টহ্যামের বিপক্ষে। এই দুই ম্যাচ জয় পেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। আর যদি কোনো ম্যাচ ড্র বা হেরে যায় সিটি, সে ক্ষেত্রে ২০ বছর পর চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই শেষ ম্যাচে জিততে হবে গানারদের। কারণ ৩৭ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে ১ পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার সিটি। ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভারপুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা