মারউই-অ্যাকারম্যানকে ছাড়া ডাচ দল ঘোষণা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ মে ২০২৪, ০১:১০
টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি তিন সপ্তাহেরও কম সময়। তবে দল ঘোষণায় বাকি ছিল তিন দল, বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সেই তালিকা এবার কমে এলো দুই দলে। বিশ্বকাপের ১৮তম দল হিসেবে গতকাল দল ঘোষণা করল ডাচরা। তরুণনির্ভর দল সাজাতে ডাচদের ১৫ সদস্যের এই দলে এসেছে চমক। জায়গা হয়নি দুই অভিজ্ঞ রোলফ ফন ডার মারউই ও কলিন অ্যাকারম্যানের।
তাদের পরিবর্তে দলে জায়গা মিলেছে তরুণ বাঁ হাতি স্পিনার টিম প্রিঙ্গেল, পেসার কাইল ক্লেইন ও হার্ড-হিটার ওপেনার ব্যাটার মাইকেল লেভিটের। অবশ্য ক্লেইন নেই ১৫ সদস্যের মূল দলে।
বিশ্বকাপ দল নিয়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করেছি। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে এই দল পারফর্ম করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
ডাচদের নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হাতেই থাকছে নেতৃত্ব। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ডাচরা।
‘ডি’-গ্রুপের অন্য তিন দল নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ১৩ জুন।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ডান ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও’দাউদ, মাইকেল লেভিট, পল ফন মিকারেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েলসলি বারেসি।
রিজার্ভ : কাইল ক্লেইন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা