১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজ নিতে সন্তুষ্টি শান্তর

-

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে শেষ হোম সিরিজ। এই সিরিজের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। যারা বিশ্বকাপের টিকিট পায়নি। তাই তাদের বিপক্ষে সহজ সিরিজ জয় এবং হোয়াইটওয়াশই প্রত্যাশিত ছিল। অথচ বাংলাদেশ পারেনি তাদের হোয়াইটওয়াশ করতে। আগের দুই ম্যাচে কোনো মতে জয়ের পর কালতো হেরেই বসে সফরকারীদের কাছে। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে কষ্ট করে জিতেছে তাতে এবারের বিশ্বকাপে টাইগারদের ভালো করা নিয়ে সংশয় থাকছেই। অবশ্য এরপরও পুরো সিরিজ নিয়ে সন্তুষ্টি বাংলাদেশ অধিনায়কের মুখে। গতকাল ৪-১ এ সিরিজ জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ভালো একটা সিরিজ কেটেছে। সিরিজ জিতলে ভালো লাগে আত্মবিশ্বাস বাড়ে। এই সিরিজে যা যা দেখতে চেয়েছি তার সবই দেখতে পেরেছি। কিছু ক্লোজ ম্যাচে জয় এসেছে। শেষ ম্যাচে মিডল অর্ডাররা ব্যাট করতে পেরেছে। পুরো সিরিজে রিশাদ হোসেন ভালো বোলিং করেছে। মোট কথা যা যা চেয়েছি সবই পেয়েছি।
শান্ত কোনোভাবেই মনে করেন না বিশ্বকাপের আগে এমন হার দরকার ছিল। তার মতে, আমরা কোনো ম্যাচেই হারতে চাইনি। প্রতি ম্যাচেই জয়ের জন্য খেলেছি। তাছাড়া জিম্বাবুয়ে অবশ্যই ভালো দল। যোগ করেন, এই সিরিজে স্পিনাররা ভালো করেছে। রিশাদ ও মাহেদি চমৎকার খেলেছে। মাহেদিকে বিশ্রাম দিয়ে তানভীরকে খেলানো হয়েছে। সেই ভালো খেলেছে।’ মিডল অর্ডারে জাকের আলী অনিকের ব্যাটিংয়েও খুশি শান্ত। জানান, জাকের খুবই ভালো ব্যাটিং করেছে এই ম্যাচে।’ এরপরই ক্লোজ ম্যাচে জয়ের প্রসঙ্গ বাংলাদেশ ক্যাপ্টেনের মুখে। তার মতে, ‘আমরা কিছু ক্লোজ ম্যাচে জয় পেয়েছি। বিশ্বকাপেও এমন ম্যাচ আসতে পারে। সে সময় এই ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে দেবে। কয়েকটি ম্যাচে খেলা জিম্বাবুয়ের হাতে ছিল । সেই ম্যাচ আমরা জিতেছি। এটা একটি ইতিবাচক দিক। ছোট ছোট বেশ কিছু উন্নতি আমরা করেছি। যদিও আরো উন্নতির জায়গা আছে।’
তিনিও মেনে নিলেন সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটিং ভালো না হওয়াটা। এ জন্য উইকেটকেই দায়ী করলেন এই ব্যাটার। তার মতে আগে চট্টগ্রামের উইকেট ভালো থাকত। তবে এবার সেখানে নতুন বলে খেলা বেশ কঠিন হয়েছে। যদিও বাইরে থেকে তা বুঝা যাবে না। এছাড়া বৃষ্টির কারণে আমাদের দুই ম্যাচে অন অ্যান্ড অফ ব্যাটিং করতে হয়েছে। যদিও তা অজুহাত নয়।’ তবে বিশ্বকাপে তিনি টপ অর্ডারে ভালো ব্যাটিং আশা করেছেন।
কালকের ম্যাচে হার প্রসঙ্গে বলেন, শুরুতে ব্যাটিংটা কলাপস করেছিল। এরপর আমরা ঘুরে দাঁড়াই। মাহমুদুল্লাহ ও জাকের দারুণ ব্যাটিং করেছে। তবে বোলাররা সেভাবে ভালো করতে পারেনি। আশানুরূপ ছিল না ফিল্ডিংও।’
এই সিরিজে দুই ম্যাচে ব্যাট হাতে তেমন রান পাননি সাকিব আল হাসান। অবশ্য শান্তর আশাবাদ সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার ঠিকই সামনে সিরিজ ও টুর্নামেন্ট আছে সেখানে রান পাবেন। জানান, আমরা জানি সাকিব ভাইয়ের সামর্থ্য।
তার মতে, পুরো সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না। এরপরও ছেলেরা চেষ্টা করেছে। এরপর নিজের ব্যাটিং নিয়ে বলেন, এই সিরিজে আমার ব্যাটিংটা প্রত্যাশিত ছিল না। এ নিয়ে কাজ করছি। দুই একটা সিরিজ কোনো কোনো ব্যাটসম্যানের ভালো যাবে না। যাই হোক এখন এটা অতীত। ভবিষ্যৎ নিয়ে ভাবছি।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল