১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এমবাপ্পের

-

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাথে তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। অবশেষে একটি ভিডিওবার্তায় গতকাল পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। পরের বছরই তাকে কিনে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা। তখন থেকেই লিগ ওয়ানে আধিপত্য বিস্তার করেন তিনি। যদিও অনেক চেষ্টা করেও তিনি পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। ২০২১ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার দল ফাইনালে হেরেছিল। এবারো ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে থেমে যায় পথচলা।
এমবাপ্পে পিএসজি ছাড়ার বিষয়ে তার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা সম্পূর্ণ বিবৃতিতে যা বলেছেন তার একটি অংশ, ‘হ্যালো সবাই, এটি কিলিয়ান। আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি সবসময় বলেছিলাম যে, সময়টি আসবে তখন আমি আপনাদের বলব। এটি আমার শেষ বছর প্যারিস সেন্ট-জার্মেইয়ে, আমি প্রসারিত করব না। আমি শনিবার (আজ দিবাগত রাত ১টায়) পার্ক দি প্রিন্সেসে আমার শেষ খেলাটি খেলব। আমাকে এখানে আসার অনুমতি দিয়েছে।’
‘এটি কঠিন (বিদায় বলাটা) ও আমি কখনো ভাবিনি, এ ঘোষণা দেয়া এতটা কঠিন কাজ হবে। কিন্তু আমি মনে করি, আমার এটার প্রয়োজন, সাত বছর পর একটা নতুন চ্যালেঞ্জ নেয়া।’
কিন্তু কোথায় যাবেন এমবাপ্পে? এই প্রশ্নের উত্তর দিলেন না ফরাসি ফরোয়ার্ড। নিজের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে তিনি কিছু না বললেও অনেকের ধারণা, গন্তব্য স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদই। স্পেনের এই ক্লাবে তার যোগ দেয়ার গুঞ্জন কয়েক বছর ধরেই গণমাধ্যমের জন্য খবরের খোরাক। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, দু’পক্ষ নাকি সমঝোতায় পৌঁছে গেছে। সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল বলে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নয় কোনো পক্ষই।


আরো সংবাদ



premium cement