১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড় বাধা পেরুল নাসরিন স্পোর্টস

-

ইউসিবি মহিলা ফুটবল লিগে গতকাল বড় বাধা পেরিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। কমলাপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল সিরাজ স্মৃতি সংসদ। এই ম্যাচে শিরোপা প্রত্যাশীদের জয় ২-১ গোলে। ৫ মিনিটেই অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় নাসরিন স্পোর্টস একাডেমি। এরপর ১৮ মিনিটেই স্কোর ২-০। তবে দ্বিতীয় গোল আত্মঘাতীতে। ডিফেন্ডার নাদিয়া আক্তার জুঁই নিজ জালে বল ঢুকিয়ে দেন। এরপর দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ৭২ মিনিটে উমেলা মারমা গোল করলে লড়াইয়ে ফিরে সিরাজ স্মৃতি। যদিও বাকি সময়ে গত লিগের চতুর্থ হওয়া দলটি আর কোনো গোল না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা।
এ দিকে পরশু দিনের দ্বিতীয় ম্যাচে শুদ্ধ পুষ্করিনী ২-১ গোলে হারায় উত্তরা এফসিকে বিজয়ী দলের তৃষা ও মৌসুমী এবং উত্তরার জোৎস্না গোল করেন।

 

 


আরো সংবাদ



premium cement