রেলিগেটেড ফুটবলার থেকে জয়ের নায়ক
- ক্রীড়া ডেস্ক
- ১০ মে ২০২৪, ০০:০৫
জোসেলুকে নিয়েই এখন রিয়াল মাদ্রিদের বন্ধনা। পরশু রাতে তার করা জোড়া গোলেই হারতে বসা স্প্যানিশ ক্লাবটি ২-১ গোলে জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এই জোসেলুর জন্ম কিন্তু জার্মানির স্টুটগার্ডে। এরপর পরিবারের সাথে স্পেন এসে সেল্টা ভিগোতে ফুটবলে হাতে খড়ি। সেখান থেকে তাকে রিয়াল মাদ্রিদ ২০০৯ সালে নিলেও ফের লোনে সেল্টা ভিগোতে পাঠায়। এরপর জার্মান, স্পেন এবং ইংল্যান্ডের ক্লাব হয়ে গোলের পর গোল করে যাচ্ছিলেন। ২০১১-১২ সিজনে রিয়ালের মূল দলে এক ম্যাচ খেলে এক গোল করেন তিনি। এরপর আবার অন্যত্র যাওয়া। ২০২২ সালে স্প্যানিশ ক্লাব এসপানিওলের হয়ে ১৭ গোল করলেও দলের রেলিগেশন ঠেকাতে পারেননি। তখন ফের জোসেলুর দিকে চোখ পড়ে রিয়ালের। তাদের বিকল্প একজন নাম্বার ৯ ফুটবলার (স্ট্রাইকার) দরকার। ফলে লোনে ফের রিয়ালে ফেরা। পরশু এই জোসেলু ৮১ মিনিটে বদলি হিসেবে নেমেই করেন জোড়া গোল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা